নিজস্ব প্রতিনিধি : সিলেট সদর খাদিম নগর বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের এলাকা দিন শাহ পরান থানা আওতাভুক্ত বি আই ডিসি মির মহল্লায় জমজমাট ইয়াবা ব্যবসা, জুয়া খেলা চালিয়ে যাচ্ছে নুরু।
বিগত অনেক বছর ধরে অবিরামভাবে পাইকারি খুচরা বিক্রি হচ্ছে মাদক, এতে জড়িত আছে মৃত ইসলাম উদ্দিনের ছেলে নুরু মীর, সামাদ মিয়া গং। সাহাবুদ্দিন পিতা বদদুস মিয়া গং বিগত কয়েক বছর ধরে অবিরাম ভাবে পাইকারি খুচরা বিক্রি করছে ইয়াবা, ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদকের। তাদের নিজেদের ঘরে বসে দোকানের ভেতর হাঁটে মাঠে পথে ঘুরে বসে জমজমাট তীর জুয়া খেলা জানডু মুন্ডু জুয়া খেলা চালিয়ে যাচ্ছে অবিরাম এবং বিভিন্ন স্থানের মানুষ এসে কিনে নিয়ে যায়। পাইকারি খুচরা বিক্রি করছে অবিরাম এতে কয়েক বার জেল জরিমানা আদায় করার পর পূর্নরায় তাদের নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত কিছু অসাধু ছেলে দিয়ে কিছু অসাধু মহিলা বেতন ভাতা দিয়ে তাদের কে পাহারাদার হিসেবে এবং কিছু অসাধু ছেলে দিয়ে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবিরাম এতে জড়িত রয়েছে অনেক কিন্তু দেখার কেউ নেই। তাই সিলেট শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব কে বিশেষ ভাবে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি মাদক মুক্ত দেশ আমাদের স্বপ্ন এগিয়ে নিন।