সোনারগাঁয়ে বেড়াতে এসে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, আসামি পলাতক

152

মোঃ মোক্তার হোসাইন
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় মামার বাড়ি বেড়াতে এসে লামিয়া (১০) নামের এক প্রতিবন্ধী কিশোরীকে কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উঠেছে।

গতকাল ২৫ (জুন) বুধবার রাত দশটার দিকে
সাতভাইয়া পাড়া জলিলের সিএনজি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মামি সাতভাইয়া পাড়া পুলিশের সোর্স একাধিক মামলার আসামি মাসুমের ছেলে মারুফ কে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে সাতভাইয়া পাড়া গ্রামের জলিল মিয়ার সিএনজি গ্যারেজের দোকানে গেলে ফেরার পথে পুলিশের সোর্স মাসুমের ছেলে মারুফ জোরপূর্বক মুখ বন্ধ করে টানা হেচড়া করে গ্যারেজ নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। প্রতিবন্ধী কিশোরী লামিয়া খুবি স্বাভাবিক প্রকৃতির মেয়ে। বাড়িতে গিয়ে তার মামী তানিয়া বেগমকে ঘটনা খুলে বললে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। ফলে রাত গভীর হওয়ায় পরদিন সকাল বেলায় সোনারগাঁ থানায় ভুক্তভোগী কে সঙ্গে নিয়ে লিখিতে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার (সেকেন্ড অফিসার) পুলিশের উপ পরিদর্শক, পংকজ কান্তি সরকারের কাছে জানতে চাইলে, তিনি জানান ধর্ষণের অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে পুলিশের অভিযান চলছে।