নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়াস্থ মা হোটেলের সামনে নাসির নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। তার পর রক্তাক্ত নাসিরের পরে থাকা দেহ মা হোটেল এর আশেপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত নাসির কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পরই নারায়ণগঞ্জের কিছু স্থানীয় গণমাধ্যমে নাসির হত্যার সংবাদ টি প্রকাশ করেন বেশ গুরুত্ব দিয়ে ।নাসির হত্যাকাণ্ডের প্রথম দিক থেকেই নিহত নাসিরের স্বজনদের ও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিছু লোকের নাম তাদের মধ্য থেকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় আলম,জনি,নাঈম, শাহ আলম,হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তবে মেংঙ্গো নামের কারো ছবি ভিডিও তে দেখা যায় নি ।ভিডিও তে দেখা না গেলেও হত্যাকাণ্ডের পর প্রথমেই মেংঙ্গোর নামটি বেশ আলোচনায় এসে পরায় হত্যাকাণ্ডের থেকে নিজেকে আড়াল করার জন্য সেদিন রাতে মেংঙ্গো নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ।
নাসির হত্যার দায় এড়াতে এবার মেংঙ্গো নারায়ণগঞ্জ প্রেস নামক অনলাইন নিউজ প্রোর্টালের একটি ফেসবুক পেজের আশ্রয় নিয়ে এক ঘন্টার মধ্যেই প্রায় দুই টি ভিডিও ও একটি ফেসবুক রিল ভিডিও প্রকাশ করিয়েছেন। ইমন চানঁ মেংঙ্গো নাসির হত্যা মামলা থেকে নিজেকে বাঁচাতে অন্যের স্ত্রী সেজে হাত বাড়ালেন তার স্ত্রী । নিজের স্ত্রী কে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সাজিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কৌশল অবলম্বন করেন সন্ত্রাসী ও চাদাঁবাজ মেংঙ্গো। নারায়ণগঞ্জ প্রেস ফেসবুক পেজে ২৮ জুন শুক্রবার ৩:৫৫ মিনিটের সময় প্রথম ভিডিও টি প্রকাশ করেন এর পর পরই আবার আরেক টি ফরমেটে আবার ৪:২৩মিনিটের সময় আরেক টি ভিডিও প্রকাশ করেন নারায়ণগঞ্জ প্রেস ফেসবুক পেজ। নারায়ণগঞ্জ প্রেস ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে নিহত নাসিরের স্বজনদের কেও দেখা যায় বলতে মেংঙ্গো ভাই কে মিথ্যা ফাসনোর চেষ্টা করে সংবাদ প্রকাশ করেছেন পত্রিকার পাতাগুলোতে ।নারায়নগঞ্জ প্রেসে প্রকাশ করা ভিডিও তে যে মহিলা বক্তব্য রাখেন সে আর অন্য কেউ নয় সেই মহিলাটি হচ্ছে ইমন চান ওরফে মেংঙ্গোর নিজের স্ত্রী এই কথাটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ প্রেসে ভিডিও প্রকাশের পর পরই বিভিন্ন পর্যায়ের বিশ্বস্ত একাধিক সূত্র ।সূত্র তথ্য অনুযায়ী যে নারী নারায়ণগঞ্জ প্রেস ফেসবুক পেজে ইন্টারভিউ দিয়েছেন সে সময় ঐ নারী মুখে মাস্ক ও যে রঙের বোরকা পেরেছিলেন এই বোরকা পরিহিত আরো অনেক ছবি মেংঙ্গোর নিজের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় পোস্ট করেছিলেন। সূত্র মোতাবেক ভিডিও তে থাকা নারী টি হচ্ছে মেংঙ্গোর স্ত্রী ।সূত্র আরও উল্লেখ করে বলেন নিহত নাসিরের পরিবার টি হচ্ছে নিরীহ প্রকৃতির তাদের গ্রামের বাড়ি চাঁদপুর এখানে তারা একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন অন্য দিকে অভিযুক্ত মেংঙ্গো একজন চিহ্নিত সন্ত্রাস ও চাদাঁবাজ । সূত্রের বক্তব্য হতেও পারে মেংঙ্গো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিহতের পরিবারের সদস্যদের উপর চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে এই ভিডিও তে বক্তব্য দিতে বাধ্য করেছেন কেননা যিনি নিজের স্ত্রীকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সাজিয়ে নিজেকে প্রমাণ করতে পারে তিনি ভয় দেখানোর মাধ্যমে নিহত নাসিরের পরিবারের লোকজন কে দিয়ে এই ভিডিও নিউজ তৈরি করাতে পারেন তা এই ভিডিও ও এর আগে ওয়ালটন প্লাজার ঘটনার পর মেংঙ্গো নিজে ওয়ালটন প্লাজার ম্যানেজার সফিক কে কাধে হাত রেখে যে ভিডিও প্রকাশ করেছিলেন এগুলোতে তা প্রমাণিত।
এখন নারায়ণগঞ্জের সুশীল সমাজের একটাই দ্বাবি নারায়ণগঞ্জ প্রেস ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিও যেখানে ইমন চান মেংঙ্গো নিজের স্ত্রীকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সাজিয়ে কেনো তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেনদোষী তিনি না হলে।এটাও হতে পারে নিহত নাসিরের পরিবারের সদস্যদের কি কোন ধরনের ভয় দেখানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করে নিহত নাসির হত্যার বিচার পাওয়ার জন্য সহায়তা প্রধান করার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে আরও বলেন নারায়ণগঞ্জের সকল গণমাধ্যম গুলো কে যে কোন ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সেই সংবাদের সত্যতা নিশ্চিত করার ও অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য প্রচার করা যাতে করে সংবাদের জন্য কোন নিরীহ মানুষদের ধমন করার চেষ্টা না করা হয় সে দিক খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিদের কাছে সুশীল সমাজের প্রতিনিধি গন ।