নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় দীন ইসলাম নামে এক যুবকের হাত বাঁধা ও চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
০১ লা জুলাই সোমবার বিকেলে পাইকপাড়ার কাদিরাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুন হওয়া দীন ইসলাম ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার আদম আলীর ছেলে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলে, ‘একটি পরিত্যক্ত জায়গায় হাত বাঁধা, চোখ উপড়ানো মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে। হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে বলে জানায় কর্তব্যরত অফিসার।