মোঃ মোক্তার হোসাইন
নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকায় বহুল আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক(আইজিপি)বেনজীর আহমেদের একটি ডুপ্লেক্স বাড়ি জব্দ করে সরকারের জিম্মায় নেওয়া হয়েছে।আদালতের নির্দেশে শনিবার দুপুর প্রায় ৩:৩০মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম এই বাড়িটি জব্দ করেন।জব্দ করার সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃশফিকুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআহসান মাহমুদ রাসেল,দুদক নারায়ণগঞ্জের সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদক কর্মকর্তারা।বিষয়টি নিশ্চিত করেছেন দুদক নারায়ণগঞ্জের সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনী।
সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলায় ২০২২ইং সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়,প্রয়াত প্রেমানন্দ সরকারের ওয়ারিশগণ হতে ১ কোটি ৮৩ লাখ টাকায় এই রাড়িটি ক্রয় করেন সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ।বেনজীর আহমেদ দেশে থাকাকালীন সময় মাঝে মধ্যেই এই বাড়িটিতে আসা যাওয়াসহ রাত্রিযাপন করতেন বলে জানা যায়।
সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলোবাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি ২টি কুকুরকে পাহারায় রাখা হয়েছে।
এর আগে-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ই জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আহমেদের আরো বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন,সেই তালিকায় এই বাংলোবাড়িটি রয়েছে।
এরপর বাড়িটি দেখাশোনার জন্যে জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত।অভিযোগ যাচাই-বাছাই শেষে ১৮ ই এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।অনুসন্ধান শুরু হলে চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সকল সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন সাবেক পুলিশের আইজিপি বেনজির।