সোনারগাঁয়ে হাফি ঔষধালয়ে দুর্ধর্ষ চুরি

151

মোঃ মোক্তার হোসাইন

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ বাজারের “হাফি ঔষধালয়” নামীয় একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার ভোর রাতে ১১/০৭/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান-০৩.০৫ ঘটিকায় “হাফি ঔষধালয়” নামীয় ঔষধের দোকানের শাটার ফাঁকা করে সত্তুর হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ বাজারের “হাফি ঔষধালয়” নামীয় ফার্মেসীর কর্ণদার মোঃ জাকির হোসেন (২৭), পিতা- মোঃ আক্কাস আলী, গ্রাম-দরপত, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ,। তিনি প্রতিদিনের ন্যায় গত কাল ১০/০৭/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান-১১.২০ ঘটিকার সময় তার ফার্মেসীর সাটারের একপার্শ্বে তালা লাগাইয়া বাসায় চলিয়া যায়। এবং ১১/০৭/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৩.১৫ ঘটিকার সময় তিনি মোবাইলে সিসি ক্যামেরার মাধ্যমে দেখিতে পায় যে, তার উল্লেখিত ফার্মেসীর সাটারের এক পাশে খোলা। তখন সে প্রায় ২৫ মিনিট পরে অর্থ্যাৎ ইং ১১/০৭/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৩.৩৫ ঘটিকার সময় তার উল্লেখিত ফার্মেসীতে আসিয়া দেখিতে পায় যে, অজ্ঞাতনামা আসামী/আসামীরা সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ বাজারস্থ “হাফি ঔষধালয়” নামীয় ফার্মেসীর সাটার এক সাইটে ফাঁক করিয়া ফার্মেসীতে প্রবেশ করিয়া উক্ত ফামের্সীর ক্যাশ বাক্স হইতে নগদ-৭০,০০০/- (সত্তর হাজার) টাকা চুরি করিয়া নিয়া গিয়াছে। পরবর্তীতে ফার্মেসীতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়া দেখিতে পায়বযে, ইং ১১/০৭/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৩.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামী/আসামীরা আমার উল্লেখিত ফার্মেসীর সাটার বাঁকা করিয়া ভিতরে প্রবেশ চুরির ঘটনাটি ঘটাইয়াছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।