শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

95

নিজস্ব প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে

শিক্ষার্থীরা  ১৮ জুলাই শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থানে নেয়। এ সময় কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা ।

১৮ জুলাই  সকাল ১১টায় মিছিল বের করেছে শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না।