নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোন শিক্ষার্থীরা জড়িত নয়।
২৫ জুলাই বৃহস্পতিবার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজি জানান, পরিকল্পিতভাবে কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হয়েছে। তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনকে হাইজ্যাক করে এই নাশকতা চালানো হয়েছে।
বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করে ডিআইজি জানায়, যারা নাশকতা চালিয়েছে, তারা বিদ্রোহ করে সরকারের পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ।