কোম্পানীগঞ্জে আন্দোলনকারীদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ

75

মাঈন উদ্দীন,সিলেটঃ সিলেটের কোম্পানীগঞ্জ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে জানা যায়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রতিবাদে আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।

৩রা অগাস্ট শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। বেলা ২টার দিকে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

দেখা যায়, শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।ঐ মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় লাল কাপড় বেঁধে মিছিল নিয়ে টুকেরবাজার থেকে থানার বাজারের দিকে যেতে থাকে। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের ফটকের সামনে পৌঁছায়। ঐ সময় সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছিল। আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েই স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ঐ এলাকা দিয়ে থানার বাজারের দিকে যেতে থাকলে উপজেলা পরিষদের ফটকের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করে। ঐ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলে, পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে।