মিঠু আহমেদঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী- ৫ আগস্ট সোমবার নারী ও শ্রমিক সমাবেশ এবং লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে শিক্ষার্থীগণ। ৪ আগস্ট রবিবার বিকালবেলা গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন।
সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোমবার সারাদেশে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। ৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শাহবাগে নারী সমাবেশ হবে। এছাড়া শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশের ছাত্র, নাগরিক, শ্রমিকসহ সব পেশাজীবীদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে। একই দিন বেলা ২টায় শাহবাগে তারা জনসমাবেশ কর্মসূচি করবে। এছাড়া তার সব পাড়া-মহল্লা, গ্রাম, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছে।
চলমান এ কর্মসূচির মধ্যে যদি ইন্টারনেট শাটডাউন করে ক্র্যাক ডাউন চালানো হয়, তবুও নতুন কমিটি গঠন করে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।