শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

67

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করা হয়েছে। ৫ আগস্ট সোমবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

ক্যাম্পাসে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মী জানান, গতকাল দুপুর ১২টার দিকে অর্ধশত মোটরসাইকেলে শতাধিক লোক পেছনের পকেট গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। তাদের প্রায় সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তারা প্রথমে চেতনা-৭১ ভাস্কর্যে কিছুক্ষণ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুরের চেষ্টা করে। এরপর তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবরের পর গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ৫০ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় সাধারণ পোশাকে কিছু পুলিশ সদস্য অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে বের হয়ে যান। পরে রাত ১০টার দিকে সেনাবাহিনীর গাড়িবহর পৌঁছালে বাকি পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।