পুলিশ সদস্যরা ফিরছে বিভিন্ন থানায়

151

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। আজ ১০ আগস্ট শনিবার সকাল থেকে জেলা ও মহানগরের বিভিন্ন থানায় গেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। লোকজন নিয়ে তারা ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলোও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

আজ ১০ আগস্ট শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদপ্তরে যান কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গত ৫ আগস্ট সোমবার আরএমপি সদরদপ্তরও পুড়িয়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। কমিশনার আরএমপি সদরদপ্তরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং সবকিছু ঘুরে দেখেন। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, সদরদপ্তরে এখনো বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইন্সে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা থানায় যাবেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে বেশির ভাগ থানায় কার্যক্রম শুরু হয়েছে। কিছু জায়গায় অবকাঠামোগত সমস্যা রয়েছে। ২-৩ দিনের মধ্যেই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।