নিজস্ব প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সব হয়রানি, দুর্নীতি ও নৈরাজ্য বন্ধসহ ১০ দফা দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় ওই উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গিয়ে ইউনিয়ন পরিষদের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে এবং ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করে। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
এসময় ছাত্রজনতার প্রতিনিধিরা বলেন,
আমরা প্যানেল চেয়ারম্যানকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি। আগামী ১০ দিনের মধ্যে আমাদের সব দাবি মেনে নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা আবার শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিবো।
দাবি সমূহ হলো:
১. ইউনিয়ন পরিষদের বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। গ্রাম্য বিচার ব্যবস্থায় শিক্ষক, ইমাম ও অন্যান্য ধর্মের সৎ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
২. ইউনিয়ন পরিষদের সেবা সমূহ সম্পূর্ণ ফ্রিতে জনগনের স্বার্থে দিতে হবে।
৩. ইউনিয়নের সব জনসাধারণকে নিয়ে ইউনিয়নের মাদক, জুয়া, ডাকাত, পতিতা ব্যবসায়ীদের নির্মল করতে হবে।
৪. এই কার্যক্রমগুলো না করতে পারলে ইউনিয়ন পরিষদ প্রশাসনকে ১০ কার্যদিবসের মধ্যে সকল ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষনা করতে হবে।
৫. চককীর্তি, ভূমি অফিসের সেবা সমূহের মূল্য তালিকা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। মূল্য তালিকার বাহিরে কোনো প্রকার লেনদেন সম্পূর্ন রুপে বন্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় দায়িত্বরতদের ১০ কার্যদিবসের মধ্যে সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষণা করতে হবে।
৬. গ্রামের প্রতিটি মসজিদ কমিটি বিলুপ্ত ঘোষণা করার মাধ্যমে নতুন কমিটি প্রদান করতে হবে এবং কমিটিতে অবশ্যই সৎ, ৫ ওয়াক্ত নামাজী এবং আলেমদের অগ্রাধিকার দিতে হবে। অন্যান্য ধর্মের কমিটি রাজনৈতিক মুক্ত করতে হবে।
৭. ০৫ নং চককীর্তি ইউনিয়ন পরিষদের মোট সম্পত্তি বিবরণী পরিষদের সামনে জনগনের সম্মুখে প্রকাশ করতে হবে।
৮. বাজার মনিটরিং, দোকান সিন্ডিকেট, টিসিবি পণ্য বিতরণে ইউনিয়ন প্রশাসন ও সুশীল সমাজকে ছাত্রদের সঙ্গে কাজ করতে হবে।
৯. ট্যাক্স ফ্রি কমাতে হবে এবং অর্থের বিবরণী জনগণের সামনে পেশ করতে হবে
১০. প্রতিটি প্রতিষ্ঠানে বখাটেদের উৎপাত রোধ করতে ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নিতে হবে।