সোনারগাঁয়ে শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করায় সুশীল সমাজের প্রতিবাদ সভা

197

মোঃ মোক্তার হোসাইন- নারায়ণগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছনা সৃষ্টি করেছেন এতে করে সুশীল সমাজের ব্যক্তিবর্গরা এর প্রতিবাদ জানিয়েছেন। ৩ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১টার দিকে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের চত্বরে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক কিংবা কলেজের অধ্যক্ষ কোন দুর্নীতি ও অনিয়ম করে থাকেন, তাহলে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগের মাধ্যমে কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে অভিযোক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

কোন কুচক্রী মহলের চক্রান্ত দ্বারা প্রধানশিক্ষক এবং অধ্যক্ষকে পদত্যাগ ও লাঞ্চিত যেন না করা হয়, সে ব্যাপারে আমাদের সঠিক নজর রাখা দরকার। শিক্ষক আমাদের গুরুজন। আমরা তাদের সম্মান করি। যাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে শিক্ষিত হয়ে এক একজন বিভিন্ন কর্মজীবী অবস্থায় রয়েছি, আমরা তাদের অবদান ভুলতে পারবো না। তারা আমাদের বাবা-মায়ের সমতুল্য।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই প্রথম বাংলাদেশে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে ছাত্রজনতা। তাই ছাত্ররা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ যেসব শিক্ষকগণ দুর্নীতির পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে পদত্যাগের ঝড় তুলেছেন। বিভিন্ন শিক্ষকদের এভাবে পদত্যাগ লাঞ্ছিত না করার জন্য সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অনুরোধ জানিয়েছেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁওয়ের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিস্ট ও সাংবাদিক মোহাম্মদ মহসীন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, পুথি পাঠক, কবি ও লেখক খন্দকার পনির, সনমান্দী জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ ফয়সাল, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।