নিজস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোর পুর্বক জমি দখলের চেষ্টা। বাধা দিতে গিয়ে সাংবাদিক রাসেল আহত,
পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত সাংবাদিক রাসেল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,আহত সাংবাদিক রাসেলের বড় ভাই প্রবাসী মোঃ মিজানুর রহমান, পিতা মৃত মুজিবুর রহমান, সাং দৈলেরবাগ, থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার বড় ভাই মোঃ মিজানুর রহমান সৌদি আরব প্রবাসী। সোনারগাঁও কুশাসন মৌজাস্হিত জে,এল নং – সিএস – ৩৭১, এসএ- ২৫৪, আরএস -২০৯, খতিয়ান নং এসএ – ০৩, আরএস – ২৬, নামজারী খতিয়ান ৯০ নং, সিএস ও এসএ – ৪৮, আরএস -৬০ নং দাগের ২৪৯ শতাংশ হইতে আরএস রেকর্ড মোতাবেক ৩৮ শতাংশ হইতে ০৬ শতাংশ সম্পত্তির মালিক জনৈক মোঃ সেলিম মিয়া, পিতাঃ মৃতঃ রহম আলী, সাং গংগানগর, চর রমজান সানাউল্লাহ, থানা – সোনারগাঁ, জেলা – নারায়ণগঞ্জ। উক্ত মোঃ সেলিম মিয়া তাহার তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের কথা জানাইলে আমার বড় ভাই উক্ত সম্পত্তি ত্রয়ের ইচ্ছা পোষন করে। যাহার প্রেক্ষিতে গত ২৩/০৪/২০২৪ ইং
অর্থাৎ ৪ মাস পূর্বে তফসিল বর্ণিত আমার ভাই মোঃ মিজানুর রহমান উক্ত মোঃ সেলিম মিয়ার নিকট হইতে ১৬,০০০০০ /- ( ষোল লক্ষ )টাকায় ক্রয় করেন। আমার ভাই বিদেশ থাকায় আমি উক্ত সম্পত্তি দেখাশোনা করিতাম। কিছুদিন যাবৎ বিবাদী ১। মোঃ ইকবাল (৫৫), পিতাঃ মৃতঃ মনু মিয়া ২। মোঃ মোক্তার (৪৫), মৃতঃ মনু মিয়া ৩। নাহিদ (২৫), পিতাঃ আনার ৪। মৃদুল (৩০), পিতাঃ আনার ৫। আপন (২৪), পিতাঃ ইকবাল ৬। তানিয়া (৩৫), পিতাঃ নুর ইসলাম, ৭। নাইম (২৫), পিতাঃ গুলজার, সর্ব সাং বড় সাদিপুর, থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ- তাহারা আমাদের উক্ত ত্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করিয়া আসিতেছে।
তার কারন হিসেবে তারা বলে এইখানে বা এই এলাকায় জমি কিনতে হলে আগে আমাদের চাঁদা দিয়ে কিনতে হয়। তুই ৩,০০০০০ ( তিন লক্ষ ) টাকা দিবি তাহলে তুই এখানে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে আসবি।
ইং ০৬/০৯/২০২৪ তারিখ বেলা অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় আমি মিস্ত্রি নিয়ে তফসিল বর্ণিত সম্পত্তিতে বাউন্ডারি নির্মাণের কাজ করিতে গেলে উপরোক্ত বিবাদীরাসহ অজ্ঞাত নামা ১০/১২ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্তে সজ্জিত হইয়া উক্ত ত্রয়কৃত সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করতঃ বিবাদীরা আমাদের নির্মানাধীন এর মাল। আমার বাউন্ডারি দেয়াল এর জন্য আনা ২০ বস্তা সিমেন্ট নিয়া যায়। তখন আমি বিবাদীদের বাঁধা দেয়ার চেষ্টা করিলে বর্ণিত বিবাদীরা আমাকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুসি ও চর থাপ্পড় মারিয়া আমার শরীরের বিভিন্ন স্হানে নীলাফোলা জখম করে। ৩ নং বিবাদী আমার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আমি নিচে পরিয়া গেলে তখন ২ নং বিবাদী আমার সাথে থাকা নগদ ৩০,০০০ /- টাকা নিয়া যায়। অপরাপর বিবাদীরা আমাকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুসি ও লাথি মারিয়া আমার হাতে, পায়ে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্হানে নীলাফোলা জখম করে। পরবতীতে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও মোগরাপাড়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড কাউন্সিল, সাবেক মেম্বারসহ আরো লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি উক্ত স্থানে পুনরায় কাজ করতে যাই, তাহা হইলে বিবাদীরা আমি সহ আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করিবে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণের পরামর্শ প্রদান করেন।আমি উপরোক্ত ঘটনার বিষয়ে ঘটনার বিষয়ে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ করিতে বিলম্ব হইল।
গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলার নবাগত এসপি মহোদয় প্রত্যুষ কুমার, সোনারগাঁ থানার ওসি তদন্তকে নির্দেশ দেন সাংবাদিক রাসেলের বিষয়টি দ্রুত দেখার জন্য।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।