হেমায়েতের উপর ভুমি সন্ত্রাসী দেলোয়ারের হামলা ও ছিনতাই

263

নিজস্ব প্রতিনিধিঃ নগর খান পুরের হেমায়েতের উপর ভুমি সন্ত্রাসী দেলোয়ারের হামলা ও ছিনতাই। হামলাকারীরা হলঃ(১) দেলোয়ার হোসেন খোকন ওরফে গোলাম কিবরিয়া, পিতাÑ হাজী আঃ হাকিম, সাং- পাইকপাড়া, থানাঃ নারায়নগঞ্জ সদর মডেল,  জেলাÑ নারায়ণগঞ্জ, (২) প্রণব ভাওয়াল, (৩) ঝন্টু ভাওয়াল, উভয় পিতাÑ রঞ্জন ভাওয়াল, মাতাÑ রমা ভাওয়াল, উভয় সাং- ৭৩ রাধিকা মোহন বসাক লেন, ডাকঘরÑ ঢাকা-১১০০, উপজেলঅÑ কোতয়ালী, জেলাÑ ঢাকা, (৪) অজ্ঞাত ৩/৪ জন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হেমায়েত উদ্দিন চৌধুরীর আবেদনটি নীচে তোলে ধরা হলঃ   

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ম স্বাক্ষরকারী মোঃ হেমায়েত উদ্দিন চৌধুরী (৫৫), পিতাÑ মৃত: আবুল কাশেম চৌধুরী, সাংÑ নগর খানপুর, মন্দিরের পেছনে সজল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া , থানাÑ ও জেলাÑ নারায়ণগঞ্জ, নিবাসী জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর একজন ষ্টাফ। বর্তমানে আমি জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর অধীন আড়াইহাজার ইউ.এন.ও অফিসে চেইনম্যান হিসাবে কর্মরত আছি। যেহেতু অদ্য ধার্য্য তারিখে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এল,এ কেস নং- ১/১২-১৩ আমার মামলার শুনানীর জন্য ধার্য্য ছিল। আমি উক্ত মামলায় আমার আইনজীবীগনদের নিয়ে শুনানী চলাকালে উক্ত মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী শুনানীকালে তাদের সাথে ভূমি দস্যু / দালাল নামে খ্যাত (১) দেলোয়ার হোসেন খোকন ওরফে গোলাম কিবরিয়া, পিতাÑ হাজী আঃ হাকিম, সাং- পাইকপাড়া, থানা ও জেলাÑ নারায়ণগঞ্জ, (২) প্রণব ভাওয়াল, (৩) ঝন্টু ভাওয়াল, উভয় পিতাÑ রঞ্জন ভাওয়াল, মাতাÑ রমা ভাওয়াল, উভয় সাং- ৭৩ রাধিকা মোহন বসাক লেন, ডাকঘরÑ ঢাকা-১১০০, উপজেলঅÑ কোতয়ালী, জেলাÑ ঢাকা, (৪) অজ্ঞাত ৩/৪ জন, নিবাসীগণ কোর্টে হাকিমের অনুমতি ছাড়া কথা বলিলে অনুমান সকাল ১২.৩০ ঘটিকায় আমি বাধা নিষেধ করিলে তাহারা আমাকে মারধর করার জন্য চড়াও হয়। এক পর্যায়ে বিজ্ঞ হাকিম আমাদেরকে বাহিরে যেতে বলিলে তাহারা কোর্ট বারান্দায় গিয়ে কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের যোগসাজসে আমাকে এলোপাথারি ভাবে মারধর করে নীলাফুলা ও কাঁটা রক্তাক্ত জখম করেন। আমার স্ত্রী জহুরা আমাকে রক্ষার্থে এগিয়ে আসলে তাহাকেও মারধর করে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে তাহারা আমাকে বলেন যে, বেশি বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে ফেলবো। অতঃপর গত ০৩/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার সময় আমি নীট হাউজে উকিলের চেম্বারে উকিলের সাথে আলাপ আলোচনা করিয়া বাহির হইলে আমার পথ রোধ করিয়া আটকাইয়া আমাকে হত্যা করিবে বলিয়া হুমকি দিয়া মোবাইল দিয়া আমার ছবি উঠায় এবং কারও বলে তোর ছবি সন্ত্রাসীর কাছে দিয়া তোকে হত্যা করিব এবং তোরপেপারে মিথ্যা ঘটনা সাজাইয়া তোকে সমাজের কাছে তথা দেশের সবার কাছে মান-সম্মান নষ্ট করব। তুই তখন কি করতে পারিস দেখবো। এক পর্যায়ে তাহারা আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায় এবং নগদ ১০/১২ হাজার টাকা আমার কাছে ছিল তাহারা ছিনাইয়া নিয়া যায়। প্রকাশ থাকে যে, উক্ত সন্ত্রাসীরা ইতিপূর্বে আওয়ামীলীগ এর লোকজন নিয়ে বিভিন্ন অস্ত্রÑসস্ত্র নিয়া আমার জমি দখল করে সাইনবোর্ড লাগাইয়া রাখছে। বিশেষ উল্লেখ যে, উক্ত সন্ত্রাসীদের কাহারো বাড়ী নারায়ণগঞ্জে না, তাহারা বিভিন্ন জেলা থেকে এখানে ভাড়া থাকিয়া আমার জমি গ্রাস করার জন্য ভুয়া ওয়ারিশ অবলা বালার নাতি ঘরের পুতিন রেনু বালা সাজিয়া জমির মালিকানা দাবী করিয়া আমাকে সহ এলাকার বিভিন্ন লোকজনকে হয়রানী করিতেছে। অতঃপর আমি ও আমার স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসা করে নিরুপায় হয়ে হুজুর সমীপে অত্র অভিযোগ দায়ের করিতে বাধ্য হইলাম।

          এখানে উল্লেখ্য যে, উক্ত সন্ত্রাসীরা ছাত্রÑছাত্রীদের উপর হামলা করে এর পেপার কাটিং সাথে সংযুক্ত করা হইল এবং আমার মোবাইলে উঠানোর উক্ত সন্ত্রাসীর ছবি দেওয়া হইল। ইতিপূর্বে গত ২৯/০৮/২৪ ইং তারিখে উক্ত সন্ত্রাসীদের বিরদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়েল করা হয় যার আইওÑএস.আই- মফিজুল এবং গত ০৭/০৮/২৪ ইং তারিখে আরেকটি অভিযোগ দায়ের করা হয় যার আই,ও-এস.আই- সাইফুল।

এমতাবস্থায় অত্র বিষয়টি এজাহার হিসেবে রুজু করতঃ আইনগত ব্যবস্থা নিতে মর্জি হয়।

হেমায়েতের উপর ভুমি সন্ত্রাসী দেলোয়ারের হামলা ও ছিনতাই

নিজস্ব প্রতিনিধিঃ নগর খান পুরের হেমায়েতের উপর ভুমি সন্ত্রাসী দেলোয়ারের হামলা ও ছিনতাই। হামলাকারীরা হলঃ(১) দেলোয়ার হোসেন খোকন ওরফে গোলাম কিবরিয়া, পিতাÑ হাজী আঃ হাকিম, সাং- পাইকপাড়া, থানাঃ নারায়নগঞ্জ সদর মডেল,  জেলাÑ নারায়ণগঞ্জ, (২) প্রণব ভাওয়াল, (৩) ঝন্টু ভাওয়াল, উভয় পিতাÑ রঞ্জন ভাওয়াল, মাতাÑ রমা ভাওয়াল, উভয় সাং- ৭৩ রাধিকা মোহন বসাক লেন, ডাকঘরÑ ঢাকা-১১০০, উপজেলঅÑ কোতয়ালী, জেলাÑ ঢাকা, (৪) অজ্ঞাত ৩/৪ জন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হেমায়েত উদ্দিন চৌধুরীর আবেদনটি নীচে তোলে ধরা হলঃ   

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ম স্বাক্ষরকারী মোঃ হেমায়েত উদ্দিন চৌধুরী (৫৫), পিতাÑ মৃত: আবুল কাশেম চৌধুরী, সাংÑ নগর খানপুর, মন্দিরের পেছনে সজল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া , থানাÑ ও জেলাÑ নারায়ণগঞ্জ, নিবাসী জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর একজন ষ্টাফ। বর্তমানে আমি জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর অধীন আড়াইহাজার ইউ.এন.ও অফিসে চেইনম্যান হিসাবে কর্মরত আছি। যেহেতু অদ্য ধার্য্য তারিখে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এল,এ কেস নং- ১/১২-১৩ আমার মামলার শুনানীর জন্য ধার্য্য ছিল। আমি উক্ত মামলায় আমার আইনজীবীগনদের নিয়ে শুনানী চলাকালে উক্ত মামলার আবেদনকারী পক্ষের আইনজীবী শুনানীকালে তাদের সাথে ভূমি দস্যু / দালাল নামে খ্যাত (১) দেলোয়ার হোসেন খোকন ওরফে গোলাম কিবরিয়া, পিতাÑ হাজী আঃ হাকিম, সাং- পাইকপাড়া, থানা ও জেলাÑ নারায়ণগঞ্জ, (২) প্রণব ভাওয়াল, (৩) ঝন্টু ভাওয়াল, উভয় পিতাÑ রঞ্জন ভাওয়াল, মাতাÑ রমা ভাওয়াল, উভয় সাং- ৭৩ রাধিকা মোহন বসাক লেন, ডাকঘরÑ ঢাকা-১১০০, উপজেলঅÑ কোতয়ালী, জেলাÑ ঢাকা, (৪) অজ্ঞাত ৩/৪ জন, নিবাসীগণ কোর্টে হাকিমের অনুমতি ছাড়া কথা বলিলে অনুমান সকাল ১২.৩০ ঘটিকায় আমি বাধা নিষেধ করিলে তাহারা আমাকে মারধর করার জন্য চড়াও হয়। এক পর্যায়ে বিজ্ঞ হাকিম আমাদেরকে বাহিরে যেতে বলিলে তাহারা কোর্ট বারান্দায় গিয়ে কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের যোগসাজসে আমাকে এলোপাথারি ভাবে মারধর করে নীলাফুলা ও কাঁটা রক্তাক্ত জখম করেন। আমার স্ত্রী জহুরা আমাকে রক্ষার্থে এগিয়ে আসলে তাহাকেও মারধর করে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে তাহারা আমাকে বলেন যে, বেশি বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে ফেলবো। অতঃপর গত ০৩/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার সময় আমি নীট হাউজে উকিলের চেম্বারে উকিলের সাথে আলাপ আলোচনা করিয়া বাহির হইলে আমার পথ রোধ করিয়া আটকাইয়া আমাকে হত্যা করিবে বলিয়া হুমকি দিয়া মোবাইল দিয়া আমার ছবি উঠায় এবং কারও বলে তোর ছবি সন্ত্রাসীর কাছে দিয়া তোকে হত্যা করিব এবং তোরপেপারে মিথ্যা ঘটনা সাজাইয়া তোকে সমাজের কাছে তথা দেশের সবার কাছে মান-সম্মান নষ্ট করব। তুই তখন কি করতে পারিস দেখবো। এক পর্যায়ে তাহারা আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায় এবং নগদ ১০/১২ হাজার টাকা আমার কাছে ছিল তাহারা ছিনাইয়া নিয়া যায়। প্রকাশ থাকে যে, উক্ত সন্ত্রাসীরা ইতিপূর্বে আওয়ামীলীগ এর লোকজন নিয়ে বিভিন্ন অস্ত্রÑসস্ত্র নিয়া আমার জমি দখল করে সাইনবোর্ড লাগাইয়া রাখছে। বিশেষ উল্লেখ যে, উক্ত সন্ত্রাসীদের কাহারো বাড়ী নারায়ণগঞ্জে না, তাহারা বিভিন্ন জেলা থেকে এখানে ভাড়া থাকিয়া আমার জমি গ্রাস করার জন্য ভুয়া ওয়ারিশ অবলা বালার নাতি ঘরের পুতিন রেনু বালা সাজিয়া জমির মালিকানা দাবী করিয়া আমাকে সহ এলাকার বিভিন্ন লোকজনকে হয়রানী করিতেছে। অতঃপর আমি ও আমার স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসা করে নিরুপায় হয়ে হুজুর সমীপে অত্র অভিযোগ দায়ের করিতে বাধ্য হইলাম।

          এখানে উল্লেখ্য যে, উক্ত সন্ত্রাসীরা ছাত্রÑছাত্রীদের উপর হামলা করে এর পেপার কাটিং সাথে সংযুক্ত করা হইল এবং আমার মোবাইলে উঠানোর উক্ত সন্ত্রাসীর ছবি দেওয়া হইল। ইতিপূর্বে গত ২৯/০৮/২৪ ইং তারিখে উক্ত সন্ত্রাসীদের বিরদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়েল করা হয় যার আইওÑএস.আই- মফিজুল এবং গত ০৭/০৮/২৪ ইং তারিখে আরেকটি অভিযোগ দায়ের করা হয় যার আই,ও-এস.আই- সাইফুল।

এমতাবস্থায় অত্র বিষয়টি এজাহার হিসেবে রুজু করতঃ আইনগত ব্যবস্থা নিতে মর্জি হয়।