ডিগ্রি পাস কোর্স বিলুপ্তর জন্য ছাত্র ছাত্রীদের স্মারক লিপি

82


নিজস্ব প্রতিনিধিঃ ডিগ্রি পাস কোর্স বিলুপ্তর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলিত ছাত্র ছাত্রীদের স্মারক লিপি প্রদান করে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট। ৮ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীরা এই স্মারক লিপি প্রধান উপদেষ্টার কাছে যমুনা বাসভবনে গিয়ে প্রদান করে। স্মারক লিপিটি নীচে তোলে ধরা হলঃ


তারিখঃ ০৮/০৯/২০২৪
বরাবর,
মাননীয় প্রধান উপদেষ্টা
যমুনা বাসভবন, ঢাকা।

ডিগ্রি পাস কোর্স বিলুপ্ত ঘোষনা করার অনুরোধ জানাচ্ছিঃ-
______________________________________________

প্রাচীন কাল ডিগ্রি পাস কোর্স চালু থাকলেও তা ছিলো অবহেলা, নানান রকম বৈষম্য এবং অমর্যাদাকর একটি কোর্স। ডিগ্রি কোর্স অফিসিয়াল ভাবে ৩ বছর শেষ হওয়ার ঘোষনা হলে ও তা শেষ হচ্ছে ৬ বছরে। প্রতি বছর সেশনজট হয়ে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডিগ্রি পাস কোর্স বিষয়ে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। ডিগ্রি পড়াশোনা করে সকল ছাত্র ছাত্রী নানান রকম বৈষম্যের শিকার হচ্ছে। চাকরির বয়স শেষ হচ্ছে, ভালো কোনো জায়গায় চাকরির সুযোগ সুবিধা হচ্ছে না। সাধারনত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে এবং গরীব পরিবারের ছেলে মেয়েরা পার্ট টাইম চাকরির পাশাপাশি ডিগ্রি পড়াশোনা করেন। এমন অবস্থায় ডিগ্রি পাস কোর্স সব দিক থেকে অবহেলার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী নানান রকম বৈষম্যের শিকার হচ্ছি। এমন অবস্থায় ডিগ্রি পাস কোর্সটির বিষয়ে নজর দেন।নয়তো ডিগ্রি কোর্স বিলুপ্ত ঘোষনা করেন।
অতএব,জনাবের নিকট আকুল আবেদন,ডিগ্রি পাস কোর্স উন্নয়নের দিকে নজর দিবেন। নয়তো বিলুপ্ত ঘোষনা করবেন। তা না হলে আমরা সকল শিক্ষার্থী নিজ জ্ঞানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদ ত্যাগ করবো।
বিনীত নিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলিত ছাত্র ছাত্রী