নিজস্ব প্রতিনিধি : শহরের নগরখানপুরের প্রতারক বাদল ঘোষের রোষানলে জহুরা বেগম লিমা। লিমার স্বামী হেমায়েতকে জমির ভাগ দিবে বলে টাকা ধার নিয়ে জমি না দিয়ে টাকা আত্মস্বাদের পায়তারা করছে এই প্রতারক বাদল ঘোষ। এ নিয়ে নারায়নগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করে লিমা, যার তদন্ত করার জব্য এস আই কবির হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। ভুয়া কাগজ পত্র দিয়ে অন্যের জমি দখল করার জন্য বাদী হয়ে আদালতে মামলা করে বাদল ঘোষ।এই মামলা সিনিয়র সহকারী জজ আদালত রুপগঞ্জে চলমান রয়েছে। যার নং ২৪৮৯/১২। ঐ জমির মুল মালিক এসহাক বলে জানা যায়। জহুরা বেগম লিমার অভিযোগ হুবহুব তোলে ধরা হল:
যথাবিহিত সম্মান পুর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী জহুরা বেগম লিমা (৩০) স্বামী হোমায়েত উদ্দিন চৌধুরী, সাং- নগর খানপুর, থানা ও জেলা নারায়ণগঞ্জ এই মর্মে আপনার থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করতেছে যে, বিবাদী (১) বাদল ঘোষ (৪৫) পিতা-জগদীশ ঘোষ, ও তাহার দুই ছেলে, সাং- নগর খানপুর, থানা ও জেলা নারায়ণগঞ্জ এর সাথে আমার স্বামীর সাথে বিবাদীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত তপছিল বর্ণিত সম্পত্তি নিয়া একটি লিখিত চুক্তিনামা হয়। এক পর্যায়ে বিবাদী আমার স্বামীর নিকট হইতে গত ০২/০৪/২০২২ইং তারিখে বিবাদীর মালিকানা নিম্ন তপছিল বর্ণিত জমির কাগজপত্র কমপ্লিট করা বাবত নগদ ৬,০০,০০০/= (ছয় লক্ষ) টাকা গ্রহণ করে। কথা ছিল উক্ত টাকার বিনিময় আমার স্বামীকে হিসাব অনুযায়ী জমি দিবে। জমি না দিলে টাকা ফেরত দেবে। উক্ত চুক্তিনামা মোতাবেক আমার স্বামী আমার বিবাদী নিকট জমির মালিকানা প্রয়োজনীয় কাগজ চাহিলে বিবাদী ভুয়া কাগজপত্র প্রদান করিলে আমার স্বামী কাজ করিতে অনীহা প্রকাশ করে। পরে আমার স্বামী বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে আজ না কাল ঘুরাইতে থাকে। অদ্য ১৯/০৯/২০২৪ইং সকাল ৮ টার ঘটিকায় সময় ১নং বিবাদী বাদল ঘোষ ও তাহার সহযোগী (২) চাঁন মিয়া (৫২) পিতা অজ্ঞাত, সাং- নগর খানপুর মনিরের বাড়ির ভাড়াটিয়া, সাং- নগর খানপুর, থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ আরো ৪/৫ জন ছিল নাম জানিনা দেখিলে চিনিব। তাহারা আমার স্বামীর সন্ধানে আমার বাসায় আসে। আমার স্বামীকে না পাইয়া অকথ্য ভাষায় গালমন্দ করে। আমি প্রতিবাদ করিলে ১ নং বিবাদী ও তাহার সহযোগী দুই নং বিবাদী ও অজ্ঞাতনামা ৪/৫ আমাকে এলোপাথারি ভাবে কিলু,ঘোষি,লাথি মারিয়া শরীরে বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। বিবাদীরা যাবার সময় এই বলিয়া হুমকি দিয়া যায় যে, আমার স্বামীকে রাস্তায় পাইলে তাহাকে কোপাইয়া জীবনে মারিয়া ফেলিবে। বর্তমানে বিবাদীদের এহেন কার্যকলাপে আমি ও আমার পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যেকোনো সময়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে।
অতএব, আমার আকুল আবেদন যে, উল্লেখিত বিষয়াদির আলোকে আমার অত্র লিখিত অভিযোগ গ্রহণ করিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়।