বিএনপি’র সভাপতি মান্নানের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য মমতাজের বাড়ী জবরদখল

246

ফারিয়া রহমান: সোনারগাঁও উপজেলার বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য মমতাজের বাড়ী জবর দখল। মমতাজ বেগম ও তার পরিবারকে জোরপূর্বক টেনে হিচরে বাড়ি থেকে বের করে দখল করেছে মান্নান ও তার সন্ত্রাসী দল। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সেনা কর্মকর্তা এবং সোনারগাঁ থানা উপজেলার নির্বাহী অফিসারে কাছে লিখিত অভিযোগ দিলেও কোন প্রশাসনের সহযোগিতা পায়নি বলে জানায় ইউপি সদস্য মমতাজ।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পুর্ব শত্রুতা কাজে লাগিয়ে ৫ ই আগস্ট সোমবার শেখ হাসিনা পালানোর খবরে পিরোজপুর ইউনিয়নের প্রতাবের চর ৯ নং ওয়ার্ডে সাবেক মহিলা মেম্বারের বাড়িতে লুটপাট ও হামলা চালিয়ে সকলকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে মান্নানের বিরুদ্ধে। ভুক্তভোগী মমতাজ বেগম জানায়, আমরা কোন দল করি না, কোন রাজনীতির সাথে সম্পিক্ত না।
মমতাজ বেগম আরো বলে, গাছ গাছালি কেটে নিয়ে গেছে, আমার বাড়িতে ওয়াল নির্মানের কাজ করে, আমার মেনগেট তালা মেরে আমার সবকিছু নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অন্য মানুষের জায়গায় থাকছি। আমি এখন আমার পোলাপান নাতি পুতি নিয়ে আত্মরক্ষায় পালিয়ে আছি। এখন আমার স্বাধীন দেশে একই কাহিনী, এভাবে কি আমাদের জীবন যাবে, আমি চাই আমার বাড়িতে নাতি পুতি নিয়ে শান্তিতে বসবাস করতে, ভালো করে থাকতে। ত্রাণ বিতরণের নামে সোনারগাঁও অডিটোরিয়াম উপজেলা লাঠি মিছিল করার পর সাধারণ মানুষের জায়গা দখল করেছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গোপন এক সূত্র বলছে সোনারগাঁয়ে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজি এবং প্রতিমাসে মাসোয়ারা আদাই করেছে মান্নান ও তার লোকজন। কোম্পানির লোকজন চাঁদা দিতে অস্বীকার করলে মান্নান বলে, আমি এমপি হবো তখন ঐ কোম্পানি বন্ধ করে দিব, এমন হুমকি প্রদান করে। যদি এই কথা বাইরে যায় তো জানে মেরে ফেলব। আওয়ামী লীগের সরকার পতনের পর, মান্নান ও তার ছেলে খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে মেঘনা টোল প্লাজার টোল আদায়ের চৌত্রিশ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। এছাড়া সজীবের নেতৃত্বে ব্যাপক হাড়ে চলছে পরিবহন ও নৌ চাঁদাবাজি। সোনারগাঁও উপজেলা যুবলীগ, সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবুর থেকে আট লক্ষ টাকা নিয়ে ইফতারের পার্টি করে মান্নানের পিএস সেলিম। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদাযয়ে মেতেছে এই মান্নান। সোনারগাঁও ডিগ্রি কলেজে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক নাম ভাংগিয়ে, এমপি আজারুল মান্নান আমার বাবা পরিচয় প্রভাব বিস্তার করে এমন অভিযোগ খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে। পরে জোর করে পদত্যাগ করানো হয় কলেজের অধ্যক্ষ আশরাফুল জামান অপুকে। পরের নানা নাটকীয়তার মধ্য দিয়ে অর্থের বিনিময়ে আবার ফিরিয়ে আনে অধ্যক্ষ হিসেবে তাকে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মেম্বারদের অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাচ্ছে দুর্নীতিবাজ আজহারুল ইসলাম মান্নান।

এ ব্যাপারে আজহারুল ইসলাম মান্নানকে কল করলে মান্নান কল ধরে নাই।