সোনারগাঁয়ে চাঁদাবাজি ও অপ-প্রচারের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ

106

মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও অপ-প্রচারের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর সোমবার উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।

প্রতিবাদ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নামে একটি কুচক্রী মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জ ও সোনারগাঁসহ সকল নেতাকর্মী সজাগ রয়েছি। কোন রকম চাঁদাবাজি যদি দলের নাম ভেঙ্গে কেউ করে তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করার আহবান জানাই।

এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাফর আহমেদ তুষার, সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাহীম মিয়া ও সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানভীর সরকার রিফাত প্রমুখ।