নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এই ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
৭ই অক্টোবর সোমবার রাত সাতটার দিকে মহাসড়কের একটি সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ষাট যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ নামের ১টি বাস কুমিল্লা থেকে ঢাকার পথে যাওয়ার সময় প্রায় রাত সাতটার দিকে বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং কমপক্ষে ৫০জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয় দ্রুত।
সোনারগাঁ’র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, “খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করেছি। শিশুসহ বাসে থাকা সব যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।” উক্ত ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানায় কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক সৌরভ হোসেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি।”