যাত্রীর সাথে উৎসব পরিবহন কর্মচারীর অশোভ আচরন

56

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রোডের উৎসব বাসের সেবার মান নিয়ে কথা বলায় যাত্রীর সাথে উৎসব পরিবহন কর্মচারীর অশোভ আচরন। গত শনিবার গুলিস্তান কাউন্টারে এই আশুভ আচরন করে বলে জানা যায়। ঐ সময় ঐখানে থাকা এক মালিকের কাছে কমপ্লিন করার পরেও কোণ ব্যবস্থা না নিয়ে উলটা মালিক কর্মচারীর পক্ষে সাফাই গায়।

টিকেটে থাকা অভিযোগ নাম্বারে কল করলে বলে, ঠিক আছে আমি কল করতেছি, তার পরিচয় জানতে চাইলে পরিচয় দেয়নি অপর প্রান্ত থেকে। লাইনে মোট কয়টি গাড়ি চলে জানতে চাইলে বলে ৪০ টি আসলে গাড়ি চলে আরো বেশি। কয়টি গাড়ির কাগজাদি ঠিক আছে জিজ্ঞাসা করলে বলে আপনার জেনে লাভ কি?

নারায়ণগঞ্জ বি আর টি এ’র সহ-পরিচালক ও জেলা প্রশাসক’র কাছে নারায়ঙ্গঞ্জবাসীর উধাত্ত আহবান ও দাবীঃ উৎসব, বন্ধন, বন্ধু বাসের ভাড়া কমানোর ব্যবস্থা নিন।সকল বাসের কাগাদি চেক করে আইনত ব্যবস্থা নিবেন বলে আশাবাদী নারায়নগঞ্জবাসী।