সিদ্দিক উল্লাহঃ নারায়নগঞ্জ চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষা করছে না জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পত্রিকা ও পোর্টালে নিউজ এবং সংগঠনের পেডে পত্র দেওয়ার পরেও কেন্দ্রীয় শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছে নারায়নগঞ্জবাসী। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে ইমেইল পত্র প্রেরন করেছে শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষার করার জন্য। প্রধান উপদেষ্ঠা ও উপদেষ্ঠাসহ অনেককে সিসিতে রেখে এই এমেইল পাঠিয়েছেন বলে জানা যায়। ২৭ ও ২৮ অক্টোবরে পত্রের হার্ড কপি প্রধান উপদেষ্ঠা, উপদেষ্ঠা পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মহা-পরিচালক পরিবেশ অধিদপ্তর, প্রশাসক সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ ও উপ-পরিচালক পরিবেশ নারায়ণগঞ্জ অফিসে রিসিভ করানো হয়েছে। পত্রটি হুবহুব নীচে তোলে ধরা হলঃ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, নারায়ণগঞ্জ চাষাড়া শহিদ মিনারের পবিত্রতা রক্ষা করছে না নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। বিগত ২৯/০৯/২৪ইং তারিখে রেফঃ জেভিপিএফ/২০২৪/০৯/০০১ এ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’র পেডে চাষাড়ার কেন্রীয় শহিদ মিনারের পবিত্রতা ও রেফঃ জেভিপিএফ/২০২৪/০৯/০০৪ এ চাষাড়ার কেন্রীয় শহিদ মিনারের পরিবেশ রক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য পত্র প্রেরন করে কোণ সদোত্তর পাওয়া যায়নি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ঙ্গঞ্জ’র নিকট হতে। বিষয়টি পত্রিকা ও অনলাইনে নিউজ করে তাদের ব্যবহিত হোয়াটস আপেও প্রেরন করা হয়েছে কিন্তু কোন ব্যবস্থা নেয়নি তারা। জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের সিইওকে কল করলে তারা কল ধরে নাই। অনবরত চাষাড়ার শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশ নস্ট করছে হকাররা ও বিভিন্ন লোকজন। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্য, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ দিয়ে হাকারদের নিষেধ করার পরেও হকারদের অবসারন করা যাচ্ছে না। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কোণ ব্যবস্থা না নিয়ে নীরব ভুমিকায় আছে। নারায়নগঞ্জবাসীর বক্তব্য এই যে, জেলা প্রশাসক ইচ্ছা করলেই চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনারসহ পুরা নারায়ণগঞ্জের পরিবেশ ঠিক রাখতে পারে কিন্তু তিনি কি কারনে করছেন না তা বুজা মুশকিল। বিভিন্ন পত্রিকা ও অনলাইনে নিউজ দেখেও জেলা প্রশাসক কোণ ব্যবস্থা নিচ্ছে না বলে শহরবাসীর ক্ষোভ প্রকাশ করছে। আশা করি আপনি পত্র পেয়ে তাদের দিক নির্দেশনা দিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের পবিত্রতা ও পরিবেশসহ পুরা নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষার্থে ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।
আপনাদের সুন্দর ও সফলময় জীবন কামনায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা।