৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

29

জকিগঞ্জ সমবায় অফিসে সকাল
১১.০০ টায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আয়োজনে জকিগঞ্জ সমবায় অফিস।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল আফসানা তাসলিম, ইউএনও, সভাপতিত্ব করেন মো:ফখরুদ্দিন,সমবায় কর্মকর্তা, জকিগঞ্জ উপজেলা।

বিশেষ অতিথি এস, এম, মাহমুদ হাসান রিপন,পরিদর্শক(তদন্ত),জকিগঞ্জ থানা, সমাজসেবা অফিসার বিনয় বাবু,সন্চালনায় টিএনও অফিসের সিএ ফাত্তাহ

সমবায়ের উপরে গুরুত্বারোপ করে সবাই বক্তব্য প্রদান করেন।