জকিগঞ্জ সমবায় অফিসে সকাল
১১.০০ টায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আয়োজনে জকিগঞ্জ সমবায় অফিস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল আফসানা তাসলিম, ইউএনও, সভাপতিত্ব করেন মো:ফখরুদ্দিন,সমবায় কর্মকর্তা, জকিগঞ্জ উপজেলা।
বিশেষ অতিথি এস, এম, মাহমুদ হাসান রিপন,পরিদর্শক(তদন্ত),জকিগঞ্জ থানা, সমাজসেবা অফিসার বিনয় বাবু,সন্চালনায় টিএনও অফিসের সিএ ফাত্তাহ
সমবায়ের উপরে গুরুত্বারোপ করে সবাই বক্তব্য প্রদান করেন।