মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ
প্রতিবছরের ন্যায় এ বছরও নভেম্বর এক ও দুই তারিখে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি ঐতিহাসিক মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামীন অসংখ্য নবী রাসুলদের পাঠিয়েছেন এবং ইসলামের বাণী ও দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রহমত স্বরপ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সেই দাওয়াতের কাজ আজও পর্যন্ত অব্যাহত রয়েছে।
সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছেন চেঙ্গা কান্দি গ্রামের ও মাদ্রাসা উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর মোহাম্মদ মাসুম রানা। অত্র এলাকার বিভিন্ন সমাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, ঈদগা-কবরস্থানসহ বিভিন্ন জায়গায় শ্রম ও অনুদান অর্থ অনুদান দিয়ে সমাজসেবায় মানুষের অন্তরে বিরাজমান রয়েছেন। সর্বত্রই ওনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে।
এ সময় ওয়াজ মাহফিলের প্রথম দিনে এলাকাবাসীর সকলের উদ্দেশ্যে তিনি বলেন,আমি এই চেঙ্গাকান্দি ঐতিহাসিক মাদ্রাসাটি বাংলাদেশের ভিতরে একটি উল্লেখযোগ্য ভালো মানের মাদ্রাসা হিসেবে দেখতে চাই। আপনারা সকলে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। এই মাদ্রাসাটি হওয়াতে আপনারা এলাকায় গর্বিত হয়েছেন তাই না? আমি পূর্ব পাশে চার তলা একটি ভবন তৈরি করেছি। মাদ্রাসা উন্নয়নের জন্য প্রয়োজনে দক্ষিণ পাশে আরেকটি ভবন তৈরি করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার চেয়ারম্যান হওয়ার কোন দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, আমার এলাকায় কোন মাদকের ঠাই নাই। যারা এই ব্যাপারে জড়িত আছেন, তারা সাবধান হয়ে যান। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার যতটুকু করনীয়, আপনাদেরও ততটুকু সহযোগিতা করার দরকার রয়েছে।
দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করিবেন, ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর পীর সাহেব আল্লামা ডাক্তার মুফতি মুস্তাক আহমেদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজি, মুফাসসিরে কুরআন ফেনী এলাকা হইতে ফরিদ উদ্দিন আল মোবারকসহ আরো অন্যান্য ওলামায়েগণ।
দ্বিতীয় দিন বয়ান করিবেন, নও মুসলিম নলছিটি ঝালকাঠি হইতে মাওলানা ডঃ সিরাজুল ইসলাম সিরাজী, জাগোয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর হইতে চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, মুহতামিম মাদ্রাসায় নূরে মদিনা কামরাঙ্গীরচর ঢাকা হতে মুফতি আব্দুর রহমান বেতাগী,মাওলানা মুফতি আহমেদ আলী কাসেমী, মাওলানা মুফতি সানাউল্লাহ নূরী, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান সহ আরো অনেক ওলামায়েগণ বয়ান করিবেন এবং দুজাহানের অশেষ নেকি হাসিলের সঠিক পথ দেখিয়ে দেওয়ার হেদায়েতে উদ্বুদ্ধ করিবেন ।