স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন নারায়ণগঞ্জ এসোসিয়েশন অব স্টুডেন্ট এসিসট্যান্স – নাসা সিইউ এর ২০২৪-২৫ মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতো ০২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্তরে ৫৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আলিনুর হাসান (হাসিব) এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ নাফিছুর রহমান। সিনিয়র সহ-সভাপতি সামিয়া আফরিন মৌশি।
নাসা সিইউ নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন যা নারায়ণগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় নিয়োজিত এবং ভর্তি পরীক্ষা সময়কার ভর্তি-ইচ্ছুক ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের কল্যাণে কাজ করে থাকে।
এছাড়াও পড়াশোনা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে সদস্যদের মাঝে একটি বন্ধন তৈরি করে চট্টগ্রামের বুকে একটুকরো নারায়ণগঞ্জ ধারন করে এগিয়ে চলেছে সংগঠনটি।
এ বিষয়ে নতুন কমিটির সভাপতি আলীনুর হাসান জানান, নাসা সিইউ এর প্রাথমিক কমিটি ঘোষণা করা হয় ২৮ই অক্টোবর, এর পরে ০১ই নভেম্বর সকল সদস্যের এক মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদন করা হয়। নারায়ণগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের জন্য বরাবরের মতোই কাজ করে যাবে নাসা সিইউ।
নাসার অ্যালামনাই উলফত কবির মাস্টার বলেন, “নারায়ণগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগঠন NASA CU প্রতি বছরের ন্যায় এবারও আগের কমিটির মেয়াদ পূর্তিতে সঠিক সময়ে নতুন কমিটি গঠন করেছে এবং আমরা সাবেকরা তা অনুমোদন করেছি।”
২০১৭ সালে নারায়ণগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১১ জন প্রতিষ্ঠাতার উদ্যোগে ২৪ সদস্যের প্রতিষ্ঠাতা কমিটিনিয়ে যাত্রা শুরু করে নাসা সিইউ। তখন থেকেই চবি পড়ুয়া নারায়ণগঞ্জের ছাত্রছাত্রীদের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।