কামাল-মান্নানের অপ-প্রচারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা

95

নিজস্ব প্রতিনিধিঃ প্রতারক কামাল ও মান্নানের অপ-প্রচারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট অভিযোগ করতেছে সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান মাহমুদ। একটি কুচক্রী মহল কামাল ও মান্নানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সাংবাদিক সুলতান মাহমুদের বিরুদ্ধে অপ-প্রচার করে যাচ্ছে।ষড়যন্ত্রমুলকভাবে প্রশাসনকে অনৈতিক সুবিধা দিয়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় ফাসিয়ে জেল হাজতে প্রেরন করে বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় পয়সা দিয়ে নিউজ করিয়ে ফেক আইডি দিয়ে সোসাল মিডিয়ায় অপ-প্রচার করে সম্মানহানী করায় সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান মাহমুদ আইনত ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানা যায়। ৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নিকট এই অভিযোগ দায়ের করেন। অভি্যোগটি হুবহুব তোলে ধরা হলঃ

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান মাহমুদ পিতা-মরহুম চান মিয়া সরকার হোল্ডিং-০১,মাহমুদপুর(আরাফাত নগর),ভুইগড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। সম্পাদক-দপ্তরবার্তা ও সময়েরচিন্তা, সিনিয়র স্টাফ রিপোর্টার অপরাধ বিচিত্রা, আমি আমার অপরাধ বিচিত্রা অফিস ৭৮ মতিঝিল, বায়তুল হক ভবন(৭ম তলা)এ বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার দেখে আপনার কার্যালয়ে এসে এই মর্মে অভিযোগ করতেছি যে, ১)কামাল প্রধান পিতা-আবুল প্রধান, হাল সাং-হোল্ডিং নং ৩৪৪ ব্লক-বি, মাজার রোড, জালকুড়ি পশ্চিম পাড়া, থানা- সিদ্দিরগঞ্জ জেলা নারায়নগঞ্জ, স্থায়ী সাং-বাড়ী নং ১১৩ বাগবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ ২) নাজমা সুলতানা ববি পিতা মৃত আনোয়ার হোসেন, ঠিকানাঃ হোল্ডিং ২১৬/৭ মাদ্রাসা গলি, ডাকঘর-রায়ের বাজার-১২০৯, মোহাম্মাদপুর ঢাকা উওর সিটি কর্পোরেশন, হালে মহিউদ্দিনের বাড়ীর নীচ তলার ভাড়াটিয়া, মেম্বার গলি, আরশি নগর, কেরানীগঞ্জ মডের থানা, ঢাকা ৩)মান্নান ভুঁইয়া পিতা-আবদুল হান্নান, মাধুবীলতা প্লাজা(চতুর্থ তলা) চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, ৪)মাসুদুর রহমান দিপু, পিতা-মাহবুবুর রহমান সাং-সমবায় মার্কেট (৫ম তলা) চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ৫)আমিনুল ইসলাম পিতা-অজ্ঞাত সাং-বাবুরাইল থানা-নারায়নগঞ্জ সদর,৬) আতাউর রহমান পিতা-মৃত হাকিম, মোগড়া পাড়া চৌরাস্তা থানা-সোনারগাঁ,৭)আকরাম হোসেন, পিতাঃ মৃত শেখ জমির আলী, সাং-গ্রাম+ পোঃ মাইজ পাড়া, ওয়ার্ড নং-৭, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ,বর্তমান-আকরাম টুপি হাউজ, ডিআইটি মসজিদ মার্কেট, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল ৮)ওয়ারদে পিতা-মজিবুর রহমান সাং-পাইক পাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল ৯)সাবিহা মুবাশশির  নিলয়, স্বামী-আনোয়ার হোসেন রিকু, ৭৬/২ উওর চাষাড়া, রাজধানী অপুর্ব টাওয়ার(৩য় তলা), থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, ১০) শাহ আলম তালুকদার সাং-৫৩/৩ আবেদীন ভিলা (৪র্থতলা), চাষাড়া থানা-নারায়নগঞ্জ সদর মডেল, ১১)তোফাজ্জাল হোসেন সাং-৪৪নং এস এম মালেহ রোড (২য়তলা)টানবাজার, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, ১২)ওমর ফারুক পিতা-নুরা বেপারী ১৩) ইকবাল পিতা- সুরুত আলী মেম্বার , উভয় সাং-ভাটিবন্দ থানা-সোনারগাঁ, সকলের জেলা- নারায়ণগঞ্জ গংরা তাদের ভুয়া ফেসবুক আইডি Description: Sultan Pic 02.jpg Description: Sultan Pic 03.jpg দিয়ে কামাল প্রধান, মান্নান, দিপু, নাজমা, আমিনুল, আতাউর, ওমর ফারুক, ইকবাল উপরোক্ত ভুয়া ফেসবুক আইডি ও কখনো  নিজস্ব আইডি দিয়ে আমার নামে নানা রকমের আজেবাজে কথা, মামলার হুমকি, মিথ্যা অপবাদ, আকথা-কুকথা রটাচ্ছে যা আমার ও আমার পত্রিকায় কর্মরত সকলের সম্মানহানী হচ্ছে, আমার ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে।কামাল ও মান্নান ও আতাউর বিভিন্ন অনলাইন পোর্টালে ও পত্রিকায় টাকার বিনিময়ে মিথ্যা নিউজ করিয়ে, সেগুলি বিভিন্ন ফেইক আইডি দিয়ে সোসাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে, আমার পরিচিত বন্ধুদের ইনবক্সে ও তাদের ফেসবুকে ট্যাগ করে আমার, আমার পরিবারের সদস্যদের, আমার পত্রিকার সম্মানহানী ও ব্যবসার ক্ষতি করছে। সংবাদ প্রকাশের জেরে বিগত ২০২১ সালে ও ২০২৩ সালে রাজনৈতিক মামলায় আমাকে জড়িয়ে দিয়ে জেল খাটিয়ে অনেক আর্থিক ও ব্যবসায়িক ক্ষতিগ্রস্থ করে সম্মানহানী করছে এই কুচক্রী মহল।মান্নান, কামাল, আতাউর, দিপু ও নাজমা বিভিন্নভাবে আমাকে অপহরনের ও হত্যার হুমকি দিচ্ছে, মিথ্যা হত্যা মামলায় ও নারী নির্যাতনের মামলায় জড়িয়ে দিবে। সোনারগাঁয়ের বিএনপির প্রভাবাশালী দিয়ে আমাকে রাজনৈতিক হত্যা মামলায় ডুকানোর পরিকল্পনা করছে বলে আমি জানতে পাই। এতে করে আমি ভীত ও শংকায় ভুগছি এবং নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি।