গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা

125

সিলেট প্রতিনিধি:

অদ্য ০৭/১১/২০২৪ খ্রিঃ সংবাদদাতা আরতি রানী বিশ্বাস (৩৫), পিতা-মৃত রসময় বিশ্বাস, স্বামী-মৃত নিরঞ্জন বিশ্বাস, সাং-কোনাগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট জানান যে, তাহার স্বামী মৃত নিরঞ্জন বিশ্বাস রাগের মাথায় গত ০৬/১১/২০২৪খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে অদ্য ০৭/১১/২০২৪খ্রি. ১২.৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় গলায় গামছা পেঁচিয়ে গাছের সাথে বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। অদ্য ০৭/১১/২০২৪খ্রি. সকাল ১২.৩০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ০৯ নং মানিকপুর ইউনিয়নের মেকরি বিলে মাজহারুল ইসলাম সেলিম এর ফিসারীতে মৃত নিরঞ্জন বিশ্বাস এর লাশ পাওয়া যায়।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এসআই (নিঃ) কাজী খোরশেদ আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে প্রেরণ করা হলে সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের নিমিত্তে কং/ ১২৫৯ রোমান মিয়া এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উক্ত ঘটনাস্থলে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস, এম, মাহমুদ হাসান রিপন , এসআই জাহেদ হোসেন, এসআই মহরম আলী সহ অন্যান্য অফিসার ও ফোর্স গণ উপস্থিত ছিলেন।