নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তার চাঁদাবাজ ও সন্ত্রাসী আতাউরের অনৈতিক সুবিধায় জিডি নেয়নি ওসি এম এ বারী।
৫ নভেম্বর মঙ্গলবার দপ্তরবার্তার স্টাফ রিপোর্টার সোনারগাঁ থানায় জিডি নিয়ে গেলে তাকে ১ ঘন্টা বসিয়ে রেখে অশোভাচর করে ফেরত পাঠায় ওসি এম এ বারী। জিডিতে ওসির প্রিয় মানুষ চাঁদাবাজ আতাউরের নাম থাকায় জিডি নেয় নাই বলে দাবী সাংবাদিক সুলতান মাহমুদের। জিডিটি হুবহুব তোলে ধরা হলঃ
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্মস্বাক্ষরকারী সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান মাহমুদ পিতা-মরহুম চান মিয়া সরকার, স্থায়ী ঠিকানা- হাড়িয়া বৈদ্যপাড়া, থানা-সোনারগাঁ জেলা-নারায়নগঞ্জ, হাল সাং-হোল্ডিং ০১,মাহমুদপুর(আরাফাত নগর),ভুইগড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। সম্পাদক-দপ্তরবার্তা ও সময়েরচিন্তা, সিনিয়র স্টাফ রিপোর্টার অপরাধ বিচিত্রা, আমি আমার সোনারগাঁ অফিসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার দেখে আপনার থানায় এসে এই মর্মে সাধারন ডায়েরী করতেছি যে, ১)আতাউর রহমান পিতা-মৃত হাকিম, মোগড়া পাড়া চৌরাস্তা থানা-সোনারগাঁ, ২)আকরাম হোসেন, পিতাঃ মৃত শেখ জমির আলী, সাং-গ্রাম+ পোঃ মাইজ পাড়া, ওয়ার্ড নং-৭, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ,বর্তমান-আকরাম টুপি হাউজ, ডিআইটি মসজিদ মার্কেট, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল ৩)সাবিহা মুবাশশির নিলয়,স্বামী-আনোয়ার হোসেন রিকু, ৭৬/২ উওর চাষাড়া, রাজধানী অপুর্ব টাওয়ার(৩য় তলা),থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, ৪)ওমর ফারুক পিতা- নুরা বেপারি ৫)ইকবাল পিতা-সুরুত আলী মেম্বার উভয় সাং- ভাটিবন্দর, থানা-সোনারগাঁ, সকলের জেলা-নারায়ণগঞ্জ গংরা ভুয়া ফেসবুক আইডি দিয়ে ১নং বিবাদী আতাউর ও ৪নং বিবাদী ওমর ফারুক চক্রান্ত করে অনৈতিক সুবিধা দিয়ে উপরোক্ত ভুয়া ফেসবুক আইডি দিয়ে আমার নামে নানা রকমের আজেবাজে কথা, মামলার হুমকি, মিথ্যা অপবাদ, আকথা-কুকথা রটাচ্ছে যা আমার ও আমার পত্রিকায় কর্মরত সকলের সম্মানহানী হচ্ছে, আমার ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে।আতাউর ও ওমর ফারুক বিভিন্ন অনলাইন পোর্টালে ও পত্রিকায় টাকার বিনিময়ে মিথ্যা নিউজ করিয়ে, সেগুলি বিভিন্ন ফেইক আইডি দিয়ে সোসাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে, আমার পরিচিত বন্ধুদের ইনবক্সে ও তাদের ফেসবুকে ট্যাগ করে আমার, আমার পরিবারের সদস্যদের, আমার পত্রিকার সম্মানহানী ও আমার ব্যবসার ক্ষতি করছে।আতাউরের নামে থানায় অভিযোগ করায় বিভিন্নভাবে আমাকে অপহরনের ও হত্যার হুমকি দিচ্ছে, মিথ্যা হত্যা মামলায় ও নারী নির্যাতনের মামলায় জড়িয়ে দিবে বলে হুংকার দিচ্ছে। সোনারগাঁয়ের বিএনপির প্রভাবাশালী নেতা দিয়ে আমাকে রাজনৈতিক হত্যা মামলায় ডুকানোর পরিকল্পনা করছে এই আতাউর তা আমি আমার পরিচিত জনের মাধ্যমে জানতে পাই।৩রা নভেম্বর আমার হোয়াটসাপে কল করে অকথ্যভাষায় আমাকে অপমান ও অপদস্থ করে এবং খুন-গুপের হুমকি দেয়। এতে করে আমি ভীত ও শংকায় ভুগছি এবং নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি।