নিজস্ব প্রতিনিধি : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিতমানের পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সব পুলিশ সদস্যকে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান।
আইজিপি বলেন, অপরাধের হট স্পটগুলো চিহ্নিত করতে হবে। সেখানকার নাগরিক কমিটিকে শক্তিশালী করে তাদের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধের ঘটনা আড়াল করা যাবে না। প্রকৃত অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। তবে নিরীহ ও নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আইজিপি বলেন, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধের ব্যাপারে আগে থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা প্রতিরোধ করতে হবে।
থানার ওসিদের উদ্দেশে তিনি বলেন, থানা পুলিশি সেবার কেন্দ্রবিন্দু। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ যিনি থানায় আসছেন, ধরে নিতে হবে তিনি কোনো না কোনোভাবে বাদী, ভুক্তভোগী কিংবা সাক্ষী। তাদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবার মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।
অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সব পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়মিত বিভিন্ন পেশাগত বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, অপরাধমূলক ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা জরুরি। এ উপলক্ষে অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করতে হবে।