সিদ্ধিরগঞ্জে শাকিল নামের গলাকাটা লাশ উদ্ধার

43

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সিদ্দিরগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়িস্থ আমতলা নামক এলাকা থেকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মৃত শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ী এলাকার মো: কুদ্দুছ মিয়ার ছেলে। সে পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

ঘটনার সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা শাকিলকে হত্যা করে তার চালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এর পরবর্তীতে পুলিশ হাজীগঞ্জের আইটি স্কুল সংলগ্ন এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলে, সকালের দিকে এলাকাবাসী একটি গলাকাটা অবস্থায় একটি রক্তাক্ত লাশ পরে থাকতে দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, এক যুবকের গলাকাটা অবস্থায় ভিকটিম পরে আছে।

এঘটনায় পুলিশের সহায়তায় লাশ উদ্ধার পূর্বক সিআইডি ও পিবিআই’র টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ঐ যুবকের লাশ শনাক্ত করার পর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।