জস্ব প্রতিনিধিঃ সাংবাদিক বাদী হলেই মামলা নিতে গড়িমশি করছে ফতুল্লা থানা পুলিশ।আর সাংবাদিক আসামী হলে হারিকেন লাগিয়ে ধরতে আস পুলিশ। সাংবাদিক সাহাব উদ্দিন ফতুল্লা থানায় অভিযোগ করলে ওসি দুইবার অভিযোগের রদবদল করে, এসপি অফিসের পারমিশন লাগবে বলে সময় ক্ষেপন করে এসপি অফিসে এসপির কাছে পাঠায় সাংবাদিকদের, এসপি বলার পরেও মামলা নেয়নি বলে জানায় সাংবাদিক শাহাব উদ্দীন। আবার অতিরিক্ত পুলিশ সুপার এডমিনের কাছে থেকে অনুমতি নিতে হবে, সেখান থেকে বলানোর পরেও মামলা না নিয়ে কোর্টে মামলা করার অনুরোধ করে ওসি ফতুল্লা। এমনও ওসি বলে,ভাই আমিই মামলার খরচ দিব, আপনি দয়া করে কোর্টে মামলা করেন, কোর্ট তদন্তের জন্য দিলে আমি আপনার কাছ করে দিব।”
অন্যদিকে আরেক সম্পাদক অভিযোগ করলে ওসি ফতুল্লা বলে এটা সংশোধন করে আনেন যেমন- আটক করে রেখেছে এর বদলে বসিয়ে রেখেছে লিখে আনেন। সংশোধন করে আনার পরে ওসি অভিযোগকে জিডি প্রসিকিউশনের জন্য আদালতে অনুমতির জন্য প্রেরন করে কিন্তু আজও সেই মামলা প্রসিকিউশনও হয়নি। আরো অনেক ঘটনা প্রতিবেদকের নিকট গচ্ছিত আছে। চলবে……।