নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার আশুলিয়া থানা থেকে বিভিন্ন ওয়ারেন্টের ২৮ জন আসামী গ্রেফ করে আদালতে প্রেরন করেছে।
১২ ডিসেম্বর ২৮ জন আসামী আদালতে প্রেরন করে।
ইং ১২/১২/২০২৪ তারিখঃ আশুলিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া আশুলিয়া মামলা নং-১৮, তারিখ-১২/১২/২০২৪ ইং, ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে ০৬ জন আসামী গ্রেফতার, আশুলিয়া থানার মামলা নং-২২, তারিখ-০৯/০৯/২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৩৫/৪২৭/৪৩৬/৩৪ পেনাল কোড মূলে ০২জন গ্রেফতার, সিআর -৮৮৩/২০২৪ইং (উত্তরাপশ্চিম), প্রসেস নং-১৫৬৯/২৪ মূলে ০১ জন আসামী গ্রেফতার, অর্থজারী মোঃ নং-১২৫৮/২৩, (সাজা) প্রসেস নং-৬৫৩/২৪ মূলে ০১ জন আসামী গ্রেফতার, সিআর-১৩৯৭/২৪ইং (আশুলিয়া), সিআর প্রসেস নং-১৭৫২/২৪, যৌতুক আইনের ৩ ধারা মূলে ০১ জন আসামী গ্রেফতার, সিআর মামলা নং-৩০২/২৩, দায়রা নং-৩০৪৪/২৩ (সাজা), প্রসেস নং-৬৯২/২৪ মূলে ০১ জন আসামী আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আশুলিয়া থানার সাধারণ ডায়েরী নং-১৩৫৫, তারিখ-১২/১২/২০২৪ ইং, ধারাঃ ৫৪ কাঃ বিঃ মূলে ১৬ জন আসামী সহ সর্ব মোট ২৮ জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।