বিশেষ প্রতিনিধি : হাইওয়ে পুলিশ ১০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে।
সিত্র মতে ১১/০২/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৪:০০ ঘটিকার সময় হাসাড়া হাইওয়ে থানা আওতাধীন ঢাকা- মাওয়া মহাসড়কের মাওয়া মুখী লেনে পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি এলাকায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন এর হাসাড়া হাইওয়ে থানার টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১০ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং গাড়িটি (যশোর ট- ১১-৪৩৭১) জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।