সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ নারীসহ ৫ জন আহত

115

মোঃ মোক্তার হোসাইন- নারায়ণগঞ্জ (সোনারগাঁ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন নারী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল বারেক ও ইয়ানুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো, এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে আব্দুল বারেকের লোকজন ওই জমিতে টিনের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ইয়ানুছ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আব্দুল বারেক পক্ষের হোসনে আরা, রুনা আক্তার ও হাবিজা বেগম এবং ইয়ানুছ পক্ষের সূর্য্যবান বিবি ও পারভীন বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। আব্দুল বারেকের ছেলে আমির হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছেন। তবে ইয়ানুছ মিয়া দাবি করেন, জমিটি তাদের এবং এর স্বপক্ষে দলিলপত্র রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।