সাংবাদিকদের সাথে অভদ্র আচরন মেনে নেওয়া যায় কি?

48

নিজস্ব প্রতিনিধি : সাংবাদিকদের সাথে অভদ্র আচরন মেনে নেওয়া যায় কি? যায় না। সাংবাদিকের সাথে অশুভ আচরন কারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাংবাদিক সুলতান মাহমুদ।

সাংবাদিক শারমিন আরার ফেসবুক স্টাটাস হুবহুব তোলে ধরা হল :
????ভদ্র আচরণ করা, মানুষকে সম্মান দেওয়া
কোন অপরাধ নয় —– !!!
তবে মা বোনকে লাঞ্ছিত করা অসম্মানিত করা ও
কোন ফেরেশতার কাজ নয় — এবং কোন ভদ্র পরিবারের সন্তান এ ধরনের কাজ করতে পারে না,

যারা মায়ের গর্ভে জন্মিয়েছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের মতামত কি ??

????আপনাদের হাত থেকে যদি কেউ আপনাদের পার্সোনাল ফোন কেড়ে নেয় এবং অন্যায় ভাবে ক্ষমতার বলে আপনার কর্মস্থল থেকে আপনাকে বিতাড়িত করে আপনারা কি তাকে চুমু খাবেন
নাকি বুকে টেনে নেবেন —-!! ??

ভাইরে যে যখন বিপদে পড়বেন তখন সে বুঝবেন চিমটি যার কাটা হয় সেই ব্যথা পায় সেই চিৎকার করে পাশের জন ভাবে কি বেয়াদব কেন এত চিৎকার করছে এটাই তো দুনিয়ার নিয়ম—!!!

নিজের ফোন ফেরত পাওয়ার জন্য যতটুকু করার করেছি বাকিটা আল্লাহর দরবারে বিচার দিয়েছি —!!

????সাংবাদিক জীবনে কোনদিন একপক্ষের দালালি করিনি দলমত নির্বিশেষে সব দলের নিউজ প্রচার করেছি , সবার পাশে ঢাল হয়ে থেকেছি — সে
আন্দোলনে হোক আর যে কোন মুহূর্তেই হোক -!!

এক টাকা হারাম খাইনি কখনো অক্লান্ত পরিশ্রম গায়ের ঘাম ঝরিয়ে দুটো টাকা উপার্জন করেছি —
অনেকের তাও সহ্য হয়নি চোখ টাটিয়েছে —-!!!

যাদেরকে জীবনে আপন ভেবেছি ,তাদের বিপদে নিজের বুক পেতে দিয়েছি সময়ের ব্যবধানে তাদেরকেও চিনেছি—-!!

আল্লাহ সাক্ষী নিশ্চয়ই এর বিচার পাবো আল্লাহর আসমান থেকে আমি বিশ্বাস করি —!!

যারা আমার ভাইয়েরা প্র- তিবাদ করছেন ,আমার কাছের মানুষ নিন্দা জানাচ্ছেন অনেকেই
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই —!!!

আপনাদের কাছে আমি ঋণী , সব ধরনের শিক্ষায় আপনারা আমাকে দিলেন, —!!

আপনাদের যেন কোন দিন এ ধনের বিপদ আল্লাহ জীবনে না দেন সেই দোয়াই করি ,
জীবনে কার কখন কি হয় কেউ তো বলতে পারেনা,

???? ফেরাউন সারা জীবন রাজত্ব করতে পারিনি ,
আওয়ামী লীগ সরকার সারা জীবন রাজত্ব
করতে পারিনি ,—–!!

সত্যের পথে চলার জন্য হা-মলা মা-মলার শিকার হয়েছি জীবনে , তাও থেমে থাকেনি,
জীবনে কত ঝড় এসেছে —-
ভেঙে চুরমার করে দিয়ে গেছে, —- !!!

একজন ভুয়া মানুষ কখনো মাথা তুলে দাঁড়াতে
পারে না , শতবার ভেঙ্গেছি শতবার মাথা তুলে দাড়িয়েছি আলহামদুলিল্লাহ —-!!!

????শুধু একটি কথাই বিশ্বাস করেছি জেনেছি
সত্যের কোন মৃত্যু নেই —-!!

যার আল্লাহ আছে সে যত একাই হোক না কেন
তার জীবনে কোন মানুষের সাহায্যের প্রয়োজন নেই —