শিরককারীকে আল্লাহ পছন্দ করে না

33

১).শিরক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জুলুম। (সূরা লোকমান:১৩)
.
(২).শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। (সূরা আন-নিসা : ৪৮; লুক্বমান:১৩)।
.
(৩). শিরক ক্ষমার অযোগ্য অপরাধ।(সূরা আন-নিসা : ১১৬ ও ৪৮;তিরমিযী, হা/৩৫৪০; মিশকাত, হা/ ২৩৩৬; সনদ সহীহ)
.
(৪). শিরক জীবনের যাবতীয় কৃত আমল ধ্বংস করে দেয়।(সূরা আল-আন‘আম : ৮৮; সূরা আয-যুমার : ৬৫)।
.
(৫). শিরককারীকে আল্লাহ প্রত্যাখান করেন।(সহীহ মুসলিম, হা/৭৬৬৬; মিশকাত, হা/৫৩১৫)
.
(৬). শিরককারী অপবিত্র। (সূরা আত-তাওবা : ২৮)।
.
(৭). শিরক ধ্বংস ও বিপর্যয়ের কারণ।(সূরা আল-হাজ্জ : ৩১)।
.
(৮).মুশরিকদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া নিষিদ্ধ।(সূরা আত-তাওবা : ১১৩)।
.
(৯).ক্বিয়ামতের দিন শিরক চরম এক ব্যর্থতা। (সূরা আল-কাহাফ : ৫২)।
.
(১০).শিরককারীর জন্য রাসূলুল্লাহ (ﷺ) শাফা‘আত করবেন না।(তিরমিযী, হা/২৪৪১, সনদ সহীহ)
.
(১১).শিরককারী মুশরিকদের জন্য জান্নাত হারাম (সূরা আল-মায়িদা : ৭২;সহীহ বুখারী, হা/১২৩৮;সহীহ মুসলিম, হা/২৭৯; মিশকাত, হা/৩৮)
.
মহান আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করুন। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)
জিবন্ত জীবাশ্ম