মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ -সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন”স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটিয়ে তারেক রহমানকে হয়রানি মূলক মামলা দিয়ে দেশ ছাড়া করে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। বিএনপির নেতাকর্মীরা এই দেশে আর কোন স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দেবে না।কোন ব্যক্তি যদি দলের নাম বিক্রি করে চাঁদাবাজি সন্ত্রাসী কাজে জড়িত হয় সেই দায়ভার দল গ্রহন করবে না।
আজ বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান,পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তপন সহ দলীয় নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন।