আইনের আলো
—— নার্গিস চৌধুরী
আইনের আলো ফুটুক
প্রতিটি সমাজে, গ্রামের
অন্ধকারে।
নিরাপত্তায় ভরে উঠুক
গরীব -ধনী প্রত্যেকের,
আসুক প্রতিটি মানুষের
ন্যায্যতা।
আইনের মাধ্যমে হোক
আকাশে বাতাসে প্রতিধ্বনি,
নতুন জীবনের
চিত্রা।
সমাজের গুজবতা
আইন দিয়েই হোক
রক্ষা।
নীতির বাতাসের হোক
বিচারের শক্তির
সুরক্ষা।
পৃথিবীর সব মানুষের বাঁচা
সুন্দর সুষ্ঠু হোক,
আইনের আলোর মহান নিরাপত্তা অর্জন হোক।
সমাজ বাঁচুক আইনের
আলো দিয়েই,
নিজেকে গড়ি আইনের
মালা গেঁথেই।
আমি ভালো কাজে
সমাজের হৃদয়ে
যেন বাঁচি
আপনার নাম লিখে।।