রোম্পা রাফিয়া: নারায়ণগঞ্জ ফতুল্লার লামা পাড়ায় গোলজারের নেতৃত্বে আলতাফ হোসেনের বাড়ীতে হামলা ভাংচুর, স্ত্রী শিউলী আক্তারের কাছে চাদা দাবী ও তাকে শ্লীলতাহানি করে গোলজার গংরা। আলতাফ হোসেনের স্ত্রী শিউলী বাদী হয়ে ফতুল্লা থানায় অভিযোগ করে। ঘটনার স্থাম রামার বাগ,স্টেডিয়াম সংলগ্ন,থানা-ফতুল্লা জেলা-নারায়ণগন্জ। মামলার বিবাদীরা হল- ১)মোঃ গোলজার হোসেন (৫০), ২)পিতা-মোঃ আওলাদ (৫০),উভয় পিতা-মৃত বাহাদুর মিয়া,৩)মনির হোসেন(৩৫), পিতা-মোঃ তাহের আলী, ৪)ফয়সাল ভুট্টো (৩৪), পিতা-মোঃ আওলাদ হোসেন, ৫)মোঃ ফাহিম মিয়া(৩২), পিতা মোঃ গোলজার হোসেন, সর্বসাং কুতুবআইল কাঠের পুল, থানা ফতুল্লা, জেলা-নারায়নগন্জসহ অজ্ঞাত নামা ৪/৫ জনদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখিত বিবাদীদের বাড়ী ও আমার বাড়ি পাশাপাশি। আমি আমার জমিতে কাজ করতে গেলে তাহারা বিভিন্ন সময় আমাকে বাধা প্রদান করতঃ বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবী দাওয়া উপস্থাপন করে।বিভিন্ন সময় আমাকে বাধা প্রদান করতঃ ইতিপূর্বে ও তাহাদের অযৌক্তিক দাবী দাওয়া মানিয়া নেওয়ায় তাহারা তাহারা বেশ কয়েকবার আমার উল্লেখিত ঠিকানার বাড়ীর দেয়াল ও গেইট ভাংচুর করিয়া ১,০০,০০০ টাকা ক্ষতি সাধন করে। সর্বশেষ ইং-১২/০৪/২০২৫ তারিখ রাত্র অনুমান -১১.৩০ ঘটিকার সময় সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা ৪/৫ জন বিবাদীরা হাতে লাঠি সোঁটা, হকিস্টিক, লোহার রড, কাঠের ডাসাসহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া আমার বাড়ীতে অনাধিকারে প্রবেশ করতঃ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং আমার নিকট অযৌক্তিক ভাবে ৫,০০,০০০ ( পাঁচ লক্ষ ) টাকা দাবী করে। আমি রাজি না হওয়ায় তাহারা আমাকে এলোপাতাড়ী ভাবে চড় থাপ্পড় ও কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। একপর্যায়ে তাহারা আমার বাড়ীর দেয়াল ও থাই গ্লাস ভাঙ্গিয়া এবং গ্রিল কাটিয়া অনুমান-৬০/৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এরপর বিবাদীগনসহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার বাড়ীর গেইটের সামনে থাকা ০৮ টন রড মূল্য অনুমান -৭,০০,০০০ ( সাত লক্ষ ) টাকা ৩/৪ টি ট্রাকে তুলিয়া নেয়। আমার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগনসহ অজ্ঞাত নামা বিবাদীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন সহ প্রান নাশের হুমকি দিয়া চলিয়া যায়। ঘটনার বিস্তারিত আত্মীয় স্বজনরাসহ গন্যমান্য লোকজনদের সহিত আলোচনা করিয়া অভিযোগ দায়ের করিতে একটু বিলম্ভ হল।
এই গোলজার সন্ত্রাসী ও চাদাবাজ বলে জানায়।