সাংবাদিক নিরাপত্তা আইন পাসের দাবীতে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

610

ষ্টাফ রিপোর্টারঃবৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক নিরাপত্তা আইন পাসের দাবীতে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব মানববন্ধন করেছে।

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এডঃ শাহ আলী মোঃ পিন্টু খান এর সভাপতিত্বে সদস্য সচিব এম এ মান্নান ভূইয়া উক্ত মানববন্ধন পরিচালনা করেন। সাংবাদিক নিরাপত্তা আইন পাসের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ নেয়ামত উল্লাহ, এনামুল হক সিদ্দিকী, তৌকির আহমেদ রাসেল, মনির হোসেন, সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সুলতান মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য হাজী কামাল প্রধান, রাশেদ উদ্দিন ফয়সাল, শাহাদাত হোসেন তৌহিদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দু রহিম, নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের নারায়ণগঞ্জ সভাপতি জাহাঙ্গীর ডালিম, রৌদ্রবার্তা ২৪ডটনেটের সম্পাদক শাহ আলম তালুকদার, চ্যানেল এস টিভির প্রতিনিধি এস,এম নাসের, ভোরের বিডি ২৪ডটকমের সম্পাদক মোঃ কাইয়ুম, একুশের কাগজ ডটকমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ হোসেন, দৈনিক ন্যায়ের আলো ডটকমের সম্পাদক জাহিদুল আলম আল জাহিদ, প্রতিদিনের নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নিউজ ব্যাংক ২৪ডটনেটের সম্পাদক আল মামুন খান, খবর নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক মশিউর রহমান, দেশের আলোর ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন ওয়ার্দে, সাংবাদিক জামান খান ও বিপ্লবী বাংলাদেশ ডটকমের প্রতিনিধি মাহমুদুল হাসান। বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। পুলিশ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী যখন যার অপকর্ম, দুর্নীতির খবর প্রকাশ পায় তখন তারাই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসব হামলায় কখনও কখনও সাংবাদিকদের প্রাণ দিতে হয়। এছাড়া অপরাধীরা নিজেদেরকে রক্ষার জন্য সাংবাদিকদের হামলা করেই ক্ষান্ত হন না বরং তাদের বিরুদ্ধে একর পর এক মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানী করছে। ৫৭ ধারা সরকার বাতিলের ঘোষনা দিলেও এখনও মামলা হচ্ছে এবং নতুন করে আরেকটি কালো আইন ৩২ ধারা আইন সরকার নিয়ে আসছে। অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ ৫৭ ও ৩২ ধারা কালো আইনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কালো আইনটি দ্রুত বাতিল করার আহবান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সাহসিকতা রোধে সুবিধাবাদী গোষ্ঠী বরাবরই সাংবাদিক সমাজে ভয় ও আতঙ্ক তৈরি করতে চায়। তা করা হয় হুমকি, হত্যা, জেলে পুরে, মামলা দিয়ে কিংবা সাংবাদিকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের মাধ্যমে। এছাড়া মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। যার ফলে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে দেখা দিয়েছে চরম ক্ষোভ। নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব সকল সাংবাদিকদের পাশে আছে এবং সব সময় থাকবে।