স্টাফ রিপোটারঃ জাতীয় লেখক সোসাইটির মাসিক কাঁচামাটি সাহিত্য আসর গত শুক্রবার (৪ মে) রাত ৭টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের টিসি রোডস্থ চাঁন টাওয়ারে অনুষ্ঠিত হয়।সোসাইটির সভাপতি কবি, সাহিত্যিক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি ছিলেন কবি আশরাফ আজিজ, বিশেষ অতিথি ছিলেন ছড়াকার আহমাদ সবাধিন। ছড়াকার চান মিয়া চান্দুর উপস্থাপনায় লেখা পাঠ করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি সাংবাদিক আতিক আজিজ, ছড়াকার আলতাফ হোসেন রায়হান, জাকির হাসান, সাংবাদিক আবুল হাসেম,কবি ইমরান শাহ, মুজিবুল হক বাদল, ছড়াকার মোস্তফা কামাল সোহাগ, প্রমুখ। অনুষ্ঠানটি সদ্য প্রয়াত কবি বেলাল চৌধুরীরকে উৎসর্গ করা হয়। উলেখ্য,জাতীয় লেখক সোসাইটি মানবাধিকার সংস্থাজাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি যার গভ:রেজি: নং এস ৮৯১৩ এর একটি অংগ সংগঠন।