স্টাফ রিপোটারঃ ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেছেন, ফতুল্লা থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন অনেক বড় একািট পরিবার। এ পরিবারের অনেক সদস্যের মাঝে অনেক চাপা ক্ষোভ, অনেক না পাওয়ার বেদনা আর বঞ্চিত হওয়ার যন্ত্রনা বিরাজ করছে। তবে নেতাকর্মীদের প্রতি এখন একটিই অনুরোধ, সফলতার পুরোটাই আপনাদের আর ব্যর্থতার পুরোটাই আমার। যেহেতু আমাদের থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সে কারনের ব্যর্থতার দায় পুরোটাই আমি আমার কাঁধে নিচ্ছি।
ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধাণ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৫ মে) সকালে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।এ সময় এম শওকত আলী অশ্রæসিক্ত নয়নে বলেন, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান রাখছি, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেতা সাংসদ শামীম ওসমানের উন্নয়ন কর্মকান্ডগুলো সকলের দ্বারে দ্বারে পৌছে দিতে হবে। এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি টিম ওয়ার্ক হয়ে কাজ করতে হবে। যাতে আগামী সংসদ নির্বাচনে শামীম ওসমানের জয়ের পথ সুগোম হয়।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, এইচএম ইসহাক, সহ সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আউয়ুব আলী, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কন্ট্রাকটর, জেলা কৃষকলীগের সভাপতি নাজিমউদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, সাব্বির আহমেদ জুলহাস, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক আ: মান্নান, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটনসহ ফতুল্লা থানাধীণ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।