নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

524

স্টাফ রিপোটারঃ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ও লিগ্যাল রিপোর্ট ডটকমের সম্পাদক এডঃ শাহ আলী মোঃ পিন্টু খানের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান প্রেস ব্রিফিংয়ে বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ২০২১ গ্রহণ করা হয়। এমডিজিতে সাফল্যের পর ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা বাস্তাবায়নের পথে এগিয়ে চলছে দেশ। বর্তমানে বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে অগ্রগামী হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি. বাসস্থান নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন জনগণের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো, সর্বপরি জনগণের দোর গোড়ায় সেবা পৌছানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ করা। আর এই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ সাংবাদিকদের উন্মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করার আহবান জানালে মতামত প্রকাশ করেন টাইমস নারায়ণগঞ্জ ২৪ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ফটো নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক মোঃ এনামুল হক সিদ্দিকী, নারায়ণগঞ্জ বার্তা ২৪ডটকমের সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, পথের সময় ডটকমের সম্পাদক তৌকির আহমেদ রাসেল, দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধান, বজ্রধ্বনি ডটকমের সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ, দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ নাসির উদ্দিন, দৈনিক ডেসটিনি পত্রিকার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ ইউসুফ আলী প্রধান, শিক্ষা তথ্য ডটকমের সম্পাদক মোঃ হাইউল ইসলাম, নির্বাহী সম্পাদক জে, কে, রাসেল, খবর নারায়ণগঞ্জ ডটকমের ফটো সাংবাদিক মোঃ মশিউর রহমান, বিপ্লবী বাংলাদেশ ডটকমের প্রতিনিধি মাহমুদুল হাসান ও দৈনিক দেশের আলোর ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা প্রমুখ। প্রেস ব্রিফিং অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও একুশের কাগজ ডটকমের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া।