নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁ

608

আজা উদ্ধার করা হয়। ওই নারী মাদক ব্যাবসায়ীর নাম জিয়াসমিন আক্তার ওরফে টুনি (৩২)। সে শিমরাইল দক্ষিণ পাড়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী। শুক্রবার রাতে শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের পেছন থেকে পুলিশ তাকে আটক করে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের পেছন মাদক কেনাবেচা চলছে। এসময় দ্রুত ঘটনা স্থলে গিয়ে অভিযান চালিয়ে টুনিকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করি। পরে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-০৯। শনিবার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।