ছাতকরে জাউয়ায় ছাত্রলীগরে আনন্দ মিছিল ও পথ সভা

493

ছাতক পতিনিধিঃছাতকরে  জাউয়া বাজারে আনন্দ মিছিল ও পথ সভা  অনুষ্ঠতি হয়। সুনামগঞ্জ জলো ছাত্রলীগরে নবগঠতি কমিটিতে ফইয়েজ উদ্দিন কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত  করায় কন্দ্রেীয় ছাত্রলীগরে সাবকে সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগরে তথ্য ও গবষেণা বিষয়ক সম্পাদক জনাব শামিম আহমদ চৌধুরী কে অভিনন্দন জানিয়ে,এক বিরাট  আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠতি হয়।সুনামগঞ্জ জেলা ছাত্রলীগরে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলমের সভাপতিতে জাউয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নতো মিনহাজ খান এর পরিচালনায় বক্তব্য রাখনে ছাতক উপজেলা আওয়ামীলীগরে আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব রেজা মিয়া তালুকদার,জাউয়া ইউনযি়ন আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক, ছাতক উপজেলা আওয়ামীলীগরে আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দেওয়ান আবুল কালাম মাস্টার, শাহিন মিয়া  তালুকদার, ইউনয়িন আওয়ামী লীগ নেতা লাইয়েক মিয়া তালুকদার, জয়নাল আবেদিন, যুক্তরাজ্য প্রবাসী শাহ্ জাহান হুসাইন, নুর মযি়া, সেলিম মিয়া, লেছন মিয়া, ছাতক উপজেলা সবেচ্ছাসেবক লীগরে সাবকে যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রজো, ইউনয়িন যুবলীগ নেতা সুজন মিয়া, সামছুল হক, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আবুল হাসনাত, জয়নাল আবেদিন, আমির হোসনে, সাহ জাহান, বুরহান উদ্দিন, তাইবুর রহমান, বদরুল আমিন, আইন উদ্দিন, মিজানুর রহমান, উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতা আতাউল হক সানি,রাজিব আহমেদ, জাবেদ তালুকদার, জাহাঙ্গীর আলম, মুরাদ হোসনে, মাছুম উদ্দিন, জাইয়েদ আহমদ, রুবলে আহমদ, জুয়লে আমিন, তায়ফে আহমাদ, রাব্বি তালুকদার,জাকার আহমদ, আরমান হোসনে, সুফিয়ান আহমেদ, আজহার উদ্দিন, রাফি হুসাইন, ইসলাম উদ্দিন, জয়নুল আবেদিনসহ প্রমুখ।