স্টাফ রিপোটারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লার নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় শতাধীক নেতাকর্মী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগ দান করেছেন। রোববার দুপুরে উপজেলার ভোলাব এলাকায় আওয়ামীলীগের এক আলোচনা সভায় আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেছেন। এডভোকেট মোহাম্মদ তায়েবুর রহমানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক কৃষ্ণ দয়াল দাস, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান আশকারী, মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, কায়েতপাড়া যুবলীগ সাধারন সম্পাদক মোশারফ হোসেন ভুইয়া, ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া, উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, যুবলীগ নেতা আজিম হোসেন খন্দকার ও আব্দুর রহমান, ভোলাবো ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ছালমা আক্তার ও সাধারন সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।এসময় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, দেশের অব্যাহত উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।