আসাদুর রহমান সানীঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর পূর্বক জমি দখলের চেষ্টায় বাধাঁ দেওয়ায় প্রতিপক্ষের লোকজন প্রতিবন্ধিসহ দুই নারীকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পলখান এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিক জয়নাল আবেদীন জানান, তিনি পলখান এলাকায় ক্রয় সূত্রে ২১ শতাংশ জমিতে বাড়ি নির্মান ও মাছ চাষের পুকুর করে ভোগ দখল করে আসছে। একই এলাকার বাবুল মিয়া ও আমান উল্লাহ দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বাবুল মিয়া ও আমান উল্লাহ তার জমির উপর দিয়ে রাস্তা নির্মানের পায়তারা করে আসছিল। এর জের ধরে বাবুল মিয়া ও আমান উল্লাহসহ অজ্ঞাত ৫/৫ জন মিলে জয়নাল আবেদীনের জমিতে খুটি লাগাতে যায়। এসময় জয়নাল আবেদীনের মেয়ে শারিরিক প্রতিবন্ধি জয়নব বেগম ও রাহেলা বেগম খুট লাগাতে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। তবে, অভিযুক্ত বাবুল মিয়া ও আমান উল্লাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অসীকার করেন।এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।