জমি দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে প্রতিবন্ধিসহ দুই নারীকে লাঠিপেটাজমি দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে প্রতিবন্ধিসহ দুই নারীকে লাঠিপেটা

548

আসাদুর রহমান সানীঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর পূর্বক জমি দখলের চেষ্টায় বাধাঁ দেওয়ায় প্রতিপক্ষের লোকজন প্রতিবন্ধিসহ দুই নারীকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পলখান এলাকায় এ ঘটনা ঘটে। জমির মালিক জয়নাল আবেদীন জানান, তিনি পলখান এলাকায় ক্রয় সূত্রে ২১ শতাংশ জমিতে বাড়ি নির্মান ও মাছ চাষের পুকুর করে ভোগ দখল করে আসছে। একই এলাকার বাবুল মিয়া ও আমান উল্লাহ দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বাবুল মিয়া ও আমান উল্লাহ তার জমির উপর দিয়ে রাস্তা নির্মানের পায়তারা করে আসছিল। এর জের ধরে বাবুল মিয়া ও আমান উল্লাহসহ অজ্ঞাত ৫/৫ জন মিলে জয়নাল আবেদীনের জমিতে খুটি লাগাতে যায়। এসময় জয়নাল আবেদীনের মেয়ে শারিরিক প্রতিবন্ধি জয়নব বেগম ও রাহেলা বেগম খুট লাগাতে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। তবে, অভিযুক্ত বাবুল মিয়া ও আমান উল্লাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অসীকার করেন।এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।