সাবেক কাউন্সিলর গ্রেফতার

458

স্টাফ রিপোটারঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি রূপসী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক আহাম্মেদ জানান, ২০০৩ সালের বিস্ফোরক মামলার পলাতক আসামী আরিফ হোসেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তার নিজ এলাকা রুপসী থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।