রূপগঞ্জ পতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সরকারী জমি ও রাস্তার মাটি কাটার অভিযোগে ছয় মাটি শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সরকারী জমি ও রাস্তার মাটি কাটার সময় হাতে-নাতে তাদের গ্রেফতার করে পুলিশ। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বাদী হয়ে ৫০ লাখ টাকার সরকারী মাটি লুট করা হয়েছে উল্লেখ করে সরকারী মাটি লুট চক্রের হোতা জয়নাল হাজারীসহ গ্রেফতারকৃত ছয় জনকে আসামীকে করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো, দেলোয়ার হোসেন (৩০), মামুন মিয়া (২৫), তাহের মিয়া (২৫), আরিফ হোসেন (২৬), রিয়াত (২৪) ও রিয়াজ (২০)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কর্ণগোপ এলাকার ভুমিদস্যু নামে পরিচিত জয়নাল হাজারীর নির্দেশক্রমে একটি মাটি লুট চক্র কর্ণগোপ এলাকার সরকারী ও রাস্তার মাটি কেটে নিচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে সকালে একদল পুলিশ সরকারী জমি ও রাস্তার মাটি কাটার সময় হাতে-নাতে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। এর আগেই পুলিশ আসার টের পেয়ে মাটি লুট চক্রের হোতা জয়নাল হাজারীসহ অন্যান্যরা পালিয়ে যায়। এ চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া গ্রেফতারকৃত ছয় জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।